স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সরকার কিভাবে  একটা  দেশের পাহাড়ি সন্ত্রাসী সংঘঠনের সাথে পার্বত্য শান্তি চুক্তি করে ??

 

by Mahir Jagirdar   22 August 2023

স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সরকার কিভাবে  একটা  দেশের পাহাড়ি সন্ত্রাসী সংঘঠনের সাথে পার্বত্য শান্তি চুক্তি করে ??  পার্বত্য চট্টগ্রাম কি বাংলাদেশের সীমানার বাইরের অংশ ?? নিজ দেশের অখণ্ডতা বজায় রাখতে বিদ্রোহীদের দমন করা অন্যায়  নয় ।  তাদের সাথে চুক্তি  করা মানে তাদের কাছে নত হওয়া, তাদেরকে অন্যায় করার পশ্রয় দেয়া ।

আমাদের প্রতিবেশী ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পাঞ্জাব বিদ্রোহ দমন করতে সেনা অভিযান চালিয়ে ছিলেন ।  অনেকে তাকে পাঞ্জাবের সাথে শান্তি চুক্তি করতে বলেছিলেন কিন্তু তিনি কোন ভাবেই সেনা অভিযান থেকে সরে আসেন নি  ।।  দুই দেশের মধ্যে সংঘাত হলে তা বন্ধের জন্য শান্তি চুক্তি হয় । কিন্তু নিজ দেশের একটা অঞ্চলের সন্ত্রাসী সংঘঠনের সাথে শান্তি চুক্তি করা কতটা যুক্তি সংগত