স্বরাষ্ট্র উপদেষ্টা: নির্বাচন সুষ্ঠু করতে সর্বোচ্চ সহযোগিতা দেবে সরকার

24 Live Newspaper

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দেশের সব আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা নিশ্চিত করেছেন যে আগামী নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুষ্ঠু থাকবে। নির্বাচনের সময় নির্বাচন কমিশনের যেকোনো ধরনের সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি জানিয়েছেন তিনি।

md jahangir alam chowdhuryস্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী

মঙ্গলবার (২৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। সভায় দেশের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কী কী প্রস্তুতি নেয়া দরকার, তা নিয়ে আলোচনা হয়েছে। সব বাহিনী প্রধানরা নিশ্চয়তা দিয়েছেন নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও নির্বাচনে অংশগ্রহণকারী সকলের দায়িত্ব রয়েছে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার। যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, তাদেরও শৃঙ্খলা মেনে চলতে হবে।

ভোটের রাতে নিরাপত্তা নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা শুধু পুলিশের দায়িত্ব নয়, নির্বাচনী কর্মকর্তারা ও অন্যান্য বাহিনীও আইনশৃঙ্খলা বজায় রাখতে ভূমিকা রাখবেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, নির্বাচন কমিশন দেশের জনগণকে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবে। নির্বাচন সফল করতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেয়া হবে।

এই সব প্রস্তুতির মধ্য দিয়ে আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে কাজ চলবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।