- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ মে ২০২১
বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান ‘শ্রেষ্ঠ আসন নেবে’ এমনটাই ভবিষ্যদ্বাণী করলেন আব্দুল রাজ্জাক। পাকিস্তানের প্রাক্তন এই ক্রিকেটারের মতে আইসিসি’র ক্রমতালিকায় সকল প্রকার ক্রিকেটে শীর্ষস্থান দখল করবেন বাবররা।
টেস্ট, একদিনের ক্রিকেট ও টি-২০, সব ক্রিকেটেই এখন পাকিস্তানের অধিনায়ক বাবর। তার অধিনায়কত্বে পাকিস্তান ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে নিজেদের উন্নতি করেছে। এখন দলটি বিশ্বের যে কোনো পর্যায়ে খেলার ক্ষমতা রাখে বলে মত দেন আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড আমাদের মতোই পুননির্মাণের মাঝপথে। আমরা দেখলাম দক্ষিণ আফ্রিকা অনেক পিছিয়ে আছে। ভাগ্যিস আমাদের ওরকম অবস্থা নয়। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে দারুণ উন্নতি করছি আমরা।’
সব বিভাগে এই উন্নতিই পাকিস্তানকে শীর্ষে পৌঁছে দেবে বলে মত দেন রাজ্জাক।
তিনি বলেন, ‘আইসিসি-র ক্রমতালিকায় শীর্ষে পৌঁছতে হলে সব বিভাগে উন্নতি প্রয়োজন। ২০ বছর আগে যেভাবে অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্ব শাসন করেছিল। আমার মনে হয় পাকিস্তান যেভাবে এগোচ্ছে খুব তাড়াতাড়ি শীর্ষে পৌঁছে যাবে।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা