চট্টগ্রাম
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের জন্য বাঁশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের আগামীকালের পরীক্ষার সূচি পরিবর্তন করা হয়েছে। কালকের পরীক্ষা হবে ১১ ডিসেম্বর।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনতোষ দাশ স্বাক্ষরিত সংশোধিত সূচি আজ সোমবার জানিয়ে দেওয়া হয়।
জানা গেছে, প্রায় ২৬ বছর পর বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল মঙ্গলবার। সম্মেলনের স্থান হিসেবে নির্ধারণ করা হয় বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠ। এই সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মোছলেম উদ্দিন আহমেদ ও মফিজুর রহমান।
বিদ্যালয়টিতে ২৭ নভেম্বর থেকে বিভিন্ন শ্রেণির বার্ষিক পরীক্ষা চলছে। সূচি অনুযায়ী কাল মঙ্গলবার সকালে (১০টা থেকে বেলা ১টা) ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং অষ্টম শ্রেণির ধর্ম ও নৈতিক বিষয়ে পরীক্ষা হওয়ার কথা ছিল। একই দিন বেলা দেড়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত সপ্তম শ্রেণির বিজ্ঞান ও নবম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সংশোধিত সূচি অনুযায়ী মঙ্গলবার সকালের পরীক্ষা দুটি ১১ ডিসেম্বর এবং বিকেলের অপর দুই শ্রেণির পরীক্ষা একই দিন বেলা দেড়টা থেকে শুরু হবে।
এ বিষয়ে জানতে চাইলে মনতোষ দাশ প্রথম আলোকে বলেন, ‘সম্মেলন স্কুল মাঠে হচ্ছে। এ কারণে চারটি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। আমার বিদ্যালয়ের সঙ্গে অন্য কোনো বিদ্যালয়ের প্রশ্নপত্রের মিল নেই। তাই পরীক্ষা পেছানো সম্ভব হয়েছে। নইলে সম্ভব হতো না। সম্মেলন উপলক্ষে তারা স্কুল মাঠে প্রায় দেড় লাখ টাকার মাটিও ভরাট করেছে। এটা আমাদের মেয়েদের খেলাধুলা ও অ্যাসেম্বলির জন্য সুবিধা হয়েছে।’
এ বিষয়ে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গফুর বলেন, স্কুল মাঠ বড়। তাই সম্মেলনের জনসমাগমের কথা বিবেচনা করে এটা নেওয়া হয়েছে। তবে স্কুলের নিজস্ব পরীক্ষা হওয়ায় তেমন সমস্যা হবে না।