- নয়া দিগন্ত অনলাইন
- ২১ এপ্রিল ২০২২, ১৯:৩৯
টপ অর্ডারের চার ব্যাটারই ব্যর্থ। মাঝ পথে হাল ধরলেন নুরুল হাসান সোহান। করলেন সেঞ্চুরি। শুধু তাই নয় দলের জয় নিশ্চিত করে ছাড়লেন মাঠ। ঢাকা প্রিমিয়ার লিগে সোহানের ব্যাটে দারুণ জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
ডিপিএলের সুপার লিগের ম্যাচে বৃহস্পতিবার শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৪ উইকেটে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে। এই জয়ে ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে শিরোপার পথে এক ধাপ এগিয়ে গেল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আর ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৪৭ রান করে রূপগঞ্জ। জবাবে সোহানের দারুণ সেঞ্চুরিতে ৬ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় শেখ জামাল। ১৩২ রানের অপরাজিত ইনিংস খেলার সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জেতেন শেখ জামালের নুরুল হাসান সোহান।
জয়ের টার্গেটে খেলতে নেমে শুরুতেই বিপদেই পড়ে শেখ জামাল। ৩৩ রানে ৩ উইকেট হারায় তারা। আর ৮১ রানে পঞ্চম উইকেট পতন হয় দলটির। ষষ্ঠ উইকেটে জুটি বাঁধেন নুরুল হাসান ও মেহেদি হাসান মিরাজ। ম্যাচের পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে উইকেটে টিকে থাকার লড়াই করেন নুরুল ও মিরাজ। উইকেটে সেট হয়ে তারা রানের চাকা ঘুড়ালে ম্যাচে ফিরে শেখ জামাল।
ষষ্ঠ উইকেটে ১৫৪ বলে ১৩৪ রানের জুটি গড়ে শেখ জামালকে খেলায় ফেরান দুজন। মিরাজ ৪৩ রানে থামলেও, নুরুল লিস্ট ‘এ’ ক্রিকেটে চতুর্থ সেঞ্চুরি তুলে নেন। মিরাজ যখন ফিরেন তখন জয় থেকে ৩৩ রানে দূরে ছিলো শেখ জামাল। জিয়াউর রহমানকে নিয়ে ১ ওভার বাকি থাকতে জয় নিশ্চিত করেন নুরুল। ১৩২ রানের ইনিংস সোহান খেলেছেন ১১৮ বলে। যার মধ্যে ছিল ১০টি চার ও ৫টি ছক্কা।
দিনের আরেক ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্স ২৭ রানে হারিয়েছে আবাহনীকে। ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে গাজী। সমানসংখ্যক ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আবাহনী।