শনিবার বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশন মিলনায়তনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত নাগরিক স্মরণ সভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আমাদের ডা. জাফরুল্লাহ চৌধুরির স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। ডা. জাফরুল্লাহক চৌধুরী ছিলেন জাতির অভিভাবক। তিনি এমন এক মুক্তিযোদ্ধা যিনি আজীবন যুদ্ধ করেছেন।
তিনি বলেন, ডা. জাফরুল্লাহ সবসময় একটা সুন্দর সমাজ গড়তে চেয়েছেন। লড়াই-সংগ্রাম করেছেন সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য। যাদেরকে এই জাতির সবসময়ই স্মরণ করা দরকার তার মধ্যে ডা. জাফরুল্লাহক চৌধুরী অন্যতম।
স্মৃতিতাড়িত হয়ে মির্জা ফখরুল বলেন, তিনি নেই বিশ্বাস হয় না। মনে হয়, এই বুঝি তিনি হুইল চেয়ারে চলে আসবেন।
তিনি বলেন, ‘আমরা রাজনৈতিক-অর্থনৈতিকভাবে কঠিন সময় পার করছি। আমরা চেষ্টা করে যাচ্ছি তবে সেই দানবকে সরানো যাচ্ছে না।’
বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে হলে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মতো শক্তিশালী হতে হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
সমকাল