by নিজস্ব প্রতিবেদক
04 June 2023
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, পাহাড়ে সন্ত্রাসী তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে। সেনাবাহিনী সবকিছু শান্তিপূর্ণভাবে সমাধান করতে চায়। তবে কেউ মরণ কামড় দিলে বাহিনীর সদস্যরা প্রতিহত করবেন।
বক্তব্য দিচ্ছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ
রোববার দুপুরে বান্দরবান সেনা জোন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সম্পর্কে এসব কথা বলেন সেনাপ্রধান।
তিনি বলেন, এরইমধ্যে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের মূল ঘাটিসহ অধিকাংশ আস্তানা সেনাবাহিনী দখল করে নিয়েছে। শিগগিরই চূড়ান্ত সফলতা অর্জন করা যাবে। কোনো সন্ত্রসাী স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে তাকে স্বাগত জানানো হবে।
সেনাপ্রধান বলেন, বান্দরবানে হঠাৎ করে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় সেনাবাহিনী সন্ত্রাসীদের নির্মূলে কাজ শুরু করেছে। সন্ত্রাসীদের আক্রমণে সেনাবাহিনীর অনেক কর্মকর্তা ও সৈনিক শহীদ হয়েছেন। তবে সেটা আমাদের চলমান অভিযানকে থামাতে পারেনি।
তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী খুবই মানবিক, আর মানবিকতার জন্য সেনাবাহিনী সারাবিশ্বে বিখ্যাত। আমরা কখনও মানবাধিকার লঙ্ঘন,এই ধরনের অ্যাক্টিভিটিজ সেনাবাহিনীর নেই। এটা আমরা গর্বের সঙ্গে বলতে পারি। আমরা হার্ডলাইনে গেলেও এমনভাবে যাব.. দেশের ক্ষতি করছে, দেশের জনগণের ক্ষতি করছে, সেটাকে রোধ করতে গিয়ে আমাদের শক্ত অবস্থানে যেতে হলে অবশ্যই যাব। তবে সেটা আমাদের প্রাথমিক লক্ষ্য না।
তিনি আরও বলেন, আমরা শান্তিপূর্ণভাবে সবকিছুর সমাধান চাই। তবে কেউ মরণ কামড় দিলে আমরাও তা প্রতিহত করব। আমরা সক্ষমতা বাড়াতে চেষ্টা করছি। আর্টিফিশিয়ালি কিভাবে ডিটেক্ট করা যায়, ইউজিং ডগ অ্যান্ড আদার ইকুইপমেন্টস, সাথে আমাদের নিজস্ব সতর্কতা বাড়িয়ে।
সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রামের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, রামু সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মাসুদুর রহমান, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান, বান্দরবানের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দীন আহমেদসহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।