- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ জুন ২০২১
আভাস ছিল শাস্তি দেয়ার। কিন্তু বাস্তবে তা হয়নি। ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে অনুশীলনের সময় সুরক্ষা বলয় ভাঙার অভিযোগে এক প্রকার রেহাই পেয়ে গেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। অথচ শুনানিতে নিজেদের দোষ স্বীকার করেছিল সাদাকালো শিবির। সিসিডিএম সতর্ক করে দিয়েছে সাকিবদের।
ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বুধবার এক ভিডিও বিবৃতিতে জানান, ‘বিসিবি ও সিসিডিএম থেকে আমরা শুনানি করেছি।…মোহামেডান ক্লাবের শীর্ষকর্তারা ছিলেন, অধিনায়ক সাকিব আল হাসান ছিলেন, ম্যানেজার ছিলেন। দুর্ভাগ্যজনক যে সুরক্ষা বলয় ভঙের ঘটনা ঘটেছে এটা নিয়ে তারাও অবগত, তারাও সেটা শেয়ার করেছেন। তারা দুঃখ প্রকাশ করেছেন।’
তিনি আরো বলেন, ‘আমরা বিসিবি ও সিসিডিএম থেকে নিশ্চিত করতে চাই যে, সামনে টুর্নামেন্ট যেন নিরাপদে হয়। এটা নিশ্চিত করতে আমরা সব ক্লাবের সাথে যোগাযোগ করেছি। বায়ো বাবলের মেইনটেন্যান্স যেন ঠিক থাকে সেটা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ করছি। সামনে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে এর জন্য মোহামেডান ক্লাবকেও একটা নোটিশ আমরা দিব। আশা করছি, আমরা টুর্নামেন্টটি সফলভাবে চালিয়ে নিয়ে যেতে পারব।’
ঘটনা গত ৪ জুনের। এই দিন মোহামেডানের ছিল ঐচ্ছিক অনুশীলন। ব্যাটিং অনুশীলনে আসেন কেবল অধিনায়ক সাকিব আল হাসান। তার সাথে ছিলেন সহকারী কোচ মেহরাব হোসেন অপি, ম্যানেজার সাজ্জাদ হোসেন। এসময় বলয়ের বাইরে থেকে একজন ভেতরে চলে আসে। যাতে ভেঙে যায় ক্রিকেটারদের সুরক্ষা বলয়।