সুযোগ হাতছাড়া করল বার্সা

logo

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ১০: ১৯
আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১০: ৪৭

 

আগের ম্যাচে ভ্যালেন্সিয়ার কাছে হারা রিয়াল মাদ্রিদের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে যাওয়ার সুযোগ ছিল বার্সেলোনার সামনে। এজন্য রিয়াল বেতিসের বিপক্ষে জিততে হতো কাতালানদের। যদিও পূর্ণ তিন পয়েন্ট তুলে নিতে পারেনি হান্সি ফ্লিকের শিষ্যরা। বেতিসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে গত আসরের রানার্সআপরা।

৩০ ম্যাচ শেষে শীর্ষে থাকা বার্সার সংগ্রহ ৬৭ পয়েন্ট। দুইয়ে আছে রিয়াল। বার্সার সমান ম্যাচ খেলে তাদের নামের পাশে শোভা পাচ্ছে ৬৩ পয়েন্ট। ২৯ ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের সংগ্রহ ৫৭ পয়েন্ট। তিনে অবস্থান করছে দিয়েগো সিমিওনির দল।

বেতিসের বিপক্ষে ড্র একটু বেশিই পোড়াবে বার্সাকে। ঘরের মাঠ অলিম্পিক লুইস কোম্পানিজে দারুণ সব সুযোগ তৈরি করেছিল স্বাগতিকরা। কিন্তু ফরওয়ার্ডের ব্যর্থতায় বারবার হতাশ হতে হয়েছে বার্সাকে। অনেক সুযোগ হারানো ম্যাচে সপ্তম মিনিটে এগিয়ে যায় জায়ান্টরা। সতীর্থ ফেররান তোরেসের কাছ থেকে বল পেয়ে ঠিকানা খুঁজে নেন তরুণ স্প্যানিশ মিডফিল্ডার গাভি। ১০ মিনিট পর ম্যাচে ফেরে বেতিস। জিওভানি লো সেলসোর কর্নার থেমে হেডে বার্সার জাল কাঁপান নাতান। বাকি সময়ে আক্রমণাত্মক ফুটবল খেললেও আর বেতিসের গোলমুখ খুলতে পারেনি বার্সা। বিচ্ছিন্ন কিছু আক্রমণে গেলেও সফরকারীরাও এগিয়ে যেতে পারেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here