২০২১ সাল শেষে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের জমা হওয়া অর্থের পরিমাণ ছিল ৮৭ কোটি ১১ লাখ সুইস ফ্রাঁ।
সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন দেশ থেকে জমা হওয়া অর্থ সে দেশের দায় হিসেবে আর্থিক প্রতিবেদনে উল্লেখ করে থাকে।
২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত ২২ বছরে সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের সবচেয়ে কম অর্থ ছিল ২০০৩ সালে। ওই বছর দেশটির ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ ছিল মাত্র আড়াই কোটি সুইস ফ্রাঁ। আর সবচেয়ে বেশি আমানত ছিল ২০২১ সালে। ওই বছর বাংলাদেশিদের আমানত ৮৭ কোটি সুইস ফ্রাঁ ছাড়িয়েছিল।
সুইস ব্যাংকে শুধু বাংলাদেশি নয়, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরবের আমানতও কমেছে।
২০২১ সালে সুইস ব্যাংকে ভারতীয়দের জমা অর্থের পরিমাণ ছিল প্রায় ৩৮৩ কোটি সুইস ফ্রাঁ। ২০২২ সালে তা কমে ৩৪০ কোটি সুইস ফ্রাঁতে দাঁড়িয়েছে। তা গত বছর কমে ৩৯ কোটি সুইস ফ্রাঁতে নেমেছে। সৌদি আরবের আমানতও এত বছরে প্রায় অর্ধেক হয়েছে।
সুইজারল্যান্ডে আমানত কমেছে রাশিয়ার। গত এক বছরে সুইস ব্যাংকে রাশিয়ার জমা অর্থের পরিমাণ কমেছে সাড়ে ২৮ শতাংশ।