ভারত ও মিয়ানমার সীমান্তসংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে নিহত বাংলাদেশিদের রুহের মাগফিরাত কামনায় দেশের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল করেছে বিএনপি। দলটির পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার জুমার নামাজের পর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মিয়ানমার সীমান্তঘেঁষা পশ্চিমকূল এলাকায় মর্টার শেল পড়ে একজন বাংলাদেশি ও একজন রোহিঙ্গা নিহত হন ৫ ফেব্রুয়ারি। অন্যদিকে গত ২১ জানুয়ারি যশোর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষাবাহিনী বিএসএফের গুলিতে বিজিবির একজন সদস্য নিহত হন। এসব ঘটনার ব্যাপারে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করে বিবৃতি দিয়েছিল বিএনপি। নিহত ব্যক্তিদের স্মরণে এখন বিএনপি দোয়া মাহফিলের কর্মসূচি পালন করল।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, পাবনার দারুস সালাম জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খানসহ পাবনা সদর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম মহানগর বিএনপি ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার, মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাসেম প্রমুখ।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে স্থানীয় মসজিদে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেনসহ অঙ্গসংগঠনের নেতারা। ঝিনাইদহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, জ্যেষ্ঠ সহসভাপতি আক্তারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইকবাল প্রমুখ।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের অংশগ্রহণে জামালপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল হয়েছে। কক্সবাজার সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবীবিষয়ক সম্পাদক লুৎফর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল মাবুদ, সাধারণ সম্পাদক ছৈয়দ নুর সওদাগর প্রমুখ।
পিরোজপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন প্রমুখ। এ ছাড়া ঢাকা মহানগর, বগুড়া, চট্টগ্রাম, রংপুর, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, রাজশাহী, কুমিল্লাসহ বিভিন্ন স্থানে মসজিদে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল হয়েছে বলে জানানো হয়।
প্রথম আলো