- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ নভেম্বর ২০২১
আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশের জন্য সাদা পোশাকের সিরিজও বেশ কঠিন হবে। কারণ বাংলাদেশ দলে নেই বেশকজন সিনিয়র ক্রিকেটার।
বিশেষ করে ইনজুরির কারণে নেই সাকিব আল হাসান ও তামিম ইকবাল। অবসরে গেছেন মাহমুদউল্লাহ। পঞ্চপান্ডবের মধ্যে আছেন মাত্র একজন, তিনি মুশফিকুর রহিম।
এমন অবস্থায় টেস্ট খেলা মুশকিল। বিশেষ করে সিনিয়র ক্রিকেটার না থাকলে টেস্ট অধিনায়কের জন্য তা হয়ে দাঁড়ায় চ্যালেঞ্জের। পাকিস্তানের বিরুদ্ধে টেস্টের আগে এমন আকুতিই ক্যাপ্টেন মুমিনুল হকের কণ্ঠে।
বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মুমিনুল বলেন, ‘অধিনায়কদের জন্য এটা চ্যালেঞ্জ, যখন সিনিয়ররা থাকেন না। ওয়ানডে ও টি-টোয়েন্টির চিত্র আলাদা, কিন্তু টেস্টে সবসময় সিনিয়রদের প্রয়োজন হয়। একটু চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে। তরুণ অধিনায়ক হিসেবে আমার জন্য অবশ্যই এটা হতাশাজনক।’
তবে শূন্যতা আকড়ে পড়ে থাকা চান না মুমিনুল, ‘কিন্তু এটা নিয়ে পড়ে থাকলে হবে না। জুনিয়রদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। তাদের জন্য এটা নতুন সুযোগ, নিজেকে প্রমাণ করার, নিজেকে দেখানোর।’
তিনি আরো বলেন, ‘সাকিব ভাই, তামিম ভাই, তাসকিন- তারা নিয়মিত খেলোয়াড়। তারা না থাকলে আমার কাজ একটু কঠিন হয়ে যায়। তবে এটা চলমান প্রক্রিয়া। কাউকে পাব, কাউকে পাব না। এটা নিয়ে পড়ে থাকলে হবে না। যারা আছে তাদের নিয়ে এগোতে হবে।’