সিকান্দার রাজার অলরাউন্ড নৈপুণ্যে বিশ্বকাপের মূল পর্বে জিম্বাবুয়ে

  • নয়া দিগন্ত অনলাইন
  •  ২১ অক্টোবর ২০২২, ১৭:৩৭
সিকান্দার রাজার অলরাউন্ড নৈপুণ্যে বিশ্বকাপের মূল পর্বে জিম্বাবুয়ে – ছবি : সংগৃহীত

আরো একদিন নামের মতো করেই জ্বলে উঠলেন তিনি। সাহসী রাজার মতোই সামনে থেকে দিলেন নেতৃত্ব। তার সাহসী ব্যাটিংয়ে সব সমীকরণ মিলিয়ে শেষ দল হিসেবে জিম্বাবুয়েই উঠে গেলো টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে। শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করলো জিম্বাবুয়ে।

শেষ দল হিসেবে কে যাবে বিশ্বকাপের মূল পর্বে, এই প্রশ্নের সমীকরণ মেলাতে শুক্রবারের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছিলো স্কটল্যান্ড। বেলেরিভে ওভালে এইদিন টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্কটিশ অধিনায়ক রিচার্ড বেরিংটন।

আগে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৩২ রানেই থামে স্কটল্যান্ডের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন জর্জে মানসি। এই রান করতে তিনি খরচ করেন ৫১ বল। কালাম ম্যাকলোড করেন দ্বিতীয় সর্বোচ্চ ২৬ বলে ২৫ রান। তৃতীয় সর্বোচ্চ ১৬ রান আসে অতিরিক্ত খাত থেকে। মাত্র ১৪ রানে ২ উইকেট নেন টেন্ডাই চাতারা।

দলীয় ৫ রানে ওপেনার মাইকেল জনসকে হারায় স্কটল্যান্ড, ম্যাথু হেনরি ফেরেন দলীয় ২৪ রানে। সেখান থেকে রিচার্ড বেরিংটনকে নিয়ে ৪০ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে আসেন জর্জে মানসি। রিচার্ড বেরিংটন ১৩ রানে ফিরে গেলে রানের গতি কমে আসে স্কটিশদের। এর মাঝে ১৭তম ওভারে প্রথম বলে ৫১ বলে ৫৪ রান করে ফেরেন জর্জে মানসিও। মিচেল লিস্কও ১২ রানে ব্লেসিং মুজরাবানির শিকার হন।

১৩৩ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমেও স্কটল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৭ রানেই ২ উইকেট হারিয়ে কাঁপতে থাকে জিম্বাবুয়ে। রেজিস চাকাভা ৪ রানে, ওয়েসলি মাধেভেরে ফেরেন কোনো রান না করেই। এরপর শন উইলিয়ামসকে সাথে নিয়ে ৩৫ রানের জুটি গড়ে অধিনায়ক ক্রেইগ আরভিন প্রাথমিক বিপর্যয় সামাল দিলেও, মাত্র ৭ রান করে ফিরে যান শন উইলিয়ামসও। দলীয় স্কোর তখন ৮ ওভারে মাত্র ৪২ রানে ৩ উইকেট।

তবে ক্রমশ জিম্বাবুয়ে ক্রিকেটের রাজা হয়ে ওঠা সিকান্দার রাজা মাঠে নামা মাত্রই সম্পূর্ণ বদলে যায় পরিবেশ। সব শঙ্কা দূরে ঠেলে জিম্বাবুয়েকে জয়ের দ্বারপ্রান্তে এনে দিয়ে যান তিনি। মাত্র ২৩ বলে ৪০ রানের ইনিংস খেলেন এই অলরাউন্ডার। এর আগে বল হাতেও পেয়েছিলেন ১ উইকেট। যাইহোক, সিকান্দার রাজা ফেরার পর বাকি কাজটা শেষ করেন ৫৪ বলে ৫৮ রান করা ক্রেইগ আরভিন। অতপর রায়ান বার্ল ৫ বলে ৯ ও মিল্টন শুম্বা ১১ বলে ১১ রানে ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করেন জিম্বাবুয়ের।