সালাহউদ্দিন: জুলাইয়ের মধ্যে সনদ না হলে দায়ী থাকবে তিন পক্ষ

চলতি জুলাই মাসের মধ্যে সনদ চূড়ান্ত না হলে তার সম্পূর্ণ দায় সংস্কার কমিশন, ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তী সরকারকে নিতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সংস্কার কমিশনের বৈঠকগুলোকে ‘খানা-পিনা’র আসর হিসেবে আখ্যা দিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, ‘যারা আজকে সংস্কার কমিশনে গিয়ে আলোচনা করছে খানা-পিনা করছে, সন্ধ্যা বেলায় চলে যাচ্ছে এবং কোন সিদ্ধান্ত দিচ্ছে না, তারা কারা?’

ছবি – সংগৃহীত

শুক্রবার রাজধানীর মিরপুরে এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ঢাকা মহানগর উত্তর বিএনপি একটি মৌন মিছিলের আয়োজন করে, যার আগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, সংস্কার প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার জন্য বিএনপিকে দায়ী করার একটি অবিরাম চেষ্টা চলছে। তিনি বলেন, ‘বিএনপির কারণে নাকি সংস্কার হচ্ছে না। আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা চলছে অবিরাম।’ এই অভিযোগ নাকচ করে দিয়ে তিনি স্পষ্ট করেন, বিএনপি বিভেদ নয়, বরং ঐকমত্য প্রতিষ্ঠার জন্যই এগিয়ে এসেছে।

সমাবেশে নাম উল্লেখ না করে দুটি রাজনৈতিক দলের ভূমিকার তীব্র সমালোচনা করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। একটি দলকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘যে দলটি এক সময় স্বাধীনতার বিরুদ্ধে গেছে, আরেক সময় জনগণের বিরুদ্ধে গেছে, মানুষের সেন্টিমেন্টের (অনুভূতি) বিরুদ্ধে গেছে- তারা এবার ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।’

একইভাবে অন্য একটি দলের পিআর পদ্ধতির দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘আরেকটি দল রয়েছে যারা নাকি হাতপাখা দিয়ে ১৬ বছর আওয়ামী লীগকে বাতাস করেছে, তারাও নাকি পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন চায় না।’

রাজনীতিতে আসা নতুনদের উদ্দেশ্যে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকার স্বপ্ন দেখা ভালো নয়। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচন নিয়ে কোনো অনিশ্চিত পরিস্থিতি তৈরি করা হলে দেশে ‘ফ্যাসিবাদের দোসরেরা’ পুনরায় পুনর্বাসিত হওয়ার সুযোগ পাবে। তাঁর মতে, গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভাজন সৃষ্টির জন্য একটি গভীর ষড়যন্ত্র চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here