সাবেক ৩ গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব খতিয়ে দেখছে বিএফআইইউ

বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধে এই তথ্য চাওয়া হয়েছে।

সাবেক গভর্নররা (বাঁ থেকে) আব্দুর রউফ তালুকদার, আতিউর রহমান ও ফজলে কবির

৬ আগস্ট সব ব্যাংকে পাঠানো চিঠিতে বিএফআইইউ হিসাব খোলার ফর্ম, লেনদেনের তথ্য, ‘নো ইউর কাস্টমার’ (কেওয়াইসি) নথি এবং সংশ্লিষ্ট সব তথ্য তিন কর্মদিবসের মধ্যে পাঠানোর নির্দেশ দিয়েছে। কোনো হিসাব বন্ধ হয়ে থাকলেও সে তথ্যও দিতে বলা হয়েছে।

যাদের তথ্য চাওয়া হয়েছে তারা হলেন- সাবেক গভর্নর ড. আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার।

ছয়জন সাবেক ডেপুটি গভর্নর হলেন- এস কে সুর চৌধুরী (বর্তমানে দুর্নীতি মামলায় কারাগারে), সাবেক বিএফআইইউ প্রধান মো. মাসুদ বিস্বাস (যিনি বাধ্য হয়ে পদত্যাগ করেন), আবু হেনা মোহাম্মদ রাজি হাসান (মাসুদ বিস্বাসের আগে বিএফআইইউ প্রধান ছিলেন), এস এম মনিরুজ্জামান, কাজী সায়েদুর রহমান এবং আবু ফারাহ মো. নাসের।

মিডিয়া সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর আতিউর রহমান দেশ ত্যাগ করেছেন। আর আব্দুর রউফ তালুকদার গত বছরের ৭ আগস্ট লুকিয়ে থাকার সময় ইমেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here