সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম আটক

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম আটক

সোমবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা তাকে আটক করেন।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার দিবাগত রাতে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে আটক করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে।

এদিকে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্র জানায়, কামরুল ইসলাম আইন প্রতিমন্ত্রী থাকাকালে নিম্ন আদালতে অধিকাংশ কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কোটি কোটি টাকা ঘুষ নিয়েছেন। খাদ্যমন্ত্রী থাকাকালে ব্রাজিল থেকে নিম্নমানের গম কিনে সরকারি কোটি কোটি টাকা আত্মসাৎ করেন।

রাজধানীর ৪৮/১, আজগর লেনে ৪ তলা বাড়ি, মিরপুর আবাসিক এলাকায় দুটি ফ্ল্যাট, মিরপুর হাউজিং এস্টেটে ৪ কাঠা জমি, নিউটাউনে ১০ কাঠা জমি এবং দুটি টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ি রয়েছে কামরুলের। তিনি এবং তাঁর অন্য আত্মীয়রা নামে-বেনামে  জ্ঞাত আয়বহির্ভূত প্রচুর সম্পদের মালিক হয়েছেন।

samakal

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here