- by খেলাধুলা প্রতিবেদক
প্রতি বছরের ন্যায় এবারও স্বাধীনতা দিবসে সাবেক ক্রিকেটারদের প্রদর্শনী ম্যাচ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। আজ শনিবার প্রদর্শনী টি-টোয়েন্টি ম্যাচে বিসিবি একাডেমি মাঠে পুরনো দিনের মতোই ২২ গজে মেতে উঠেছেন সাবেক ক্রিকেটাররা।
স্বাধীনতা দিবসে সাবেকদের লড়াই
সদ্য সাবেক হওয়া তথা খুব নিকট অতীতে অবসর নেয়া ক্রিকেটাররাই ম্যাচে দাপট দেখিয়েছেন। পেশাদার ক্যারিয়ারে মন্থর ব্যাটিংয়ের সমালোচনা সইতে হয়েছে রাজিন সালেহ, তুষার ইমরানদের। শনিবার তাদের ব্যাটেই রীতিমতো কালবৈশাখী ঝড় নেমে আসলো।
রাজিন ও তুষার হাফ সেঞ্চুরি করেছেন। তবে নিষ্প্রভ ছিলেন আফতাব আহমেদ ও শাহরিয়ার নাফিস। আফতাব ৭ রান করে আউট হলেও বর্তমানে বিসিবির চাকুরে শাহরিয়ার নাফিস রানের খাতাই খুলতে পারেননি। ডানহাতি পেসার মাহবুবুল আলম রবিন ৫ উইকেট নিয়েছেন। হাসিবুল হোসেন শান্তও পিছিয়ে থাকেননি। এক সময়ে দেশের এক নম্বর পেসার শান্ত ৫ উইকেট নিয়েছেন।
বিসিবি
বিসিবি একাডেমি মাঠে বেশ ভালো রানের লড়াই হয়েছে আজ। ম্যাচে বাংলাদেশ লাল একাদশ ৭৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ সবুজ একাদশকে।
মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন লাল একাদশ আগে ব্যাট করেছিল। ব্যাটিংয়ে টি-টোয়েন্টির পূর্ণ বিনোদনই উপহার দিয়েছে দলটি। ৮ উইকেটে ২৬৯ রান তুলেছিল নান্নুর দল। রাজিন সালেহ ৩৭ বলে ৮৭ রানের (৩ চার ও ১০ ছক্কা) ইনিংস খেলেছেন। তুষার ইমরান ৩৮ বলে ৭৭ রান (৫ চার, ৭ ছক্কা) করেন। রবিন ১২ বলে ৩২, হান্নান সরকার ৩২ রান করেন। সবুজ একাদশের পক্ষে হাসিবুল হোসেন শান্ত ৪৫ রানে ৫টি, সৈয়দ রাসেল ২টি, ডিকেন্স ১টি উইকেট নেন।
বিশাল রানের চাপে ১৮.৫ ওভারে ১৯৫ রানে অলআউট হয় খালেদ মাসুদ পাইলটের সবুজ একাদশ। জামাল বাবু ইনিংস সর্বোচ্চ ২০ বলে ৬২ রান (৬ চার, ৫ ছয়) করেন। এছাড়া হারুনুর রশিদ লিটন ২৪, জাভেদ ওমর ৩১, জাহাঙ্গীর আলম অপরাজিত ৩১ রান করেন। রবিন ৩০ রানে ৫টি, সানোয়ার ২টি, নাজমুল হোসেন-তালহা জুবায়ের-এনামুল হক মনি ১টি করে উইকেট নেন।