সাকিব পর্যবেক্ষণে

সাকিব আল হাসানের ঊরুর পেশির চোট নিয়ে দিনভর আলোচনা ছিল পুনেতে বাংলাদেশি সাংবাদিকদের মধ্যে। জাতীয় দল থেকে সেভাবে কিছু পরিষ্কার না করায় একটা রহস্য থেকে গেছে। গতকাল সন্ধ্যায় দল থেকে আনুষ্ঠানিক যেটা জানানো হলো, তাতে সাকিবের বিশ্বকাপের বাকি ম্যাচ খেলা না খেলার বিষয়টি স্পষ্ট হয়নি।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, চেন্নাইয়ে করা স্ক্যান রিপোর্টে ঊরুর পেশিতে কোনো ক্ষত ধরা পড়েনি। বাঁ-ঊরুর পেশিতে ব্যথা থাকায় বিশ্রামে থাকতে বলা হয়েছে। ১৯ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ পর্যন্ত পর্যবেক্ষণে থাকবেন অধিনায়ক। ব্যথা না থাকলে ম্যাচ খেলতে পারেন তিনি।

শুক্রবার চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করার সময় সাকিবের ঊরুর পেশিতে টান পড়ে। গরমের কারণে শরীর থেকে বেশি পরিমাণে ঘাম বের হওয়ায় মাসল ক্রাম্প করেছিল বলে মনে করা হচ্ছে। যে কারণে মাঠে শুশ্রূষা করে ব্যাটিং চালিয়ে গেছেন তিনি। ফিল্ডিংয়ের পুরো সময় ছিলেন মাঠে। বোলিং করেছেন ১০ ওভার।

বিসিবির মেডিকেল বিভাগ থেকে জানায়, টিআর থাকলে বোলিং বা ফিল্ডিং করতে পারতেন না সাকিব। গতকাল দলের সঙ্গে পুনে এসেছেন বাঁহাতি এ অলরাউন্ডার। স্বাভাবিক হাঁটাচলা করতে দেখা গেছে তাঁকে।

বিশ্বকাপে আসার পর থেকে খুব বেশি অনুশীলন করছেন না সাকিব। ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগের দিন হালকা অনুশীলন করেছিলেন। বিশ্রাম নিয়ে খেলেছেন ইংল্যান্ডের বিপক্ষে। চেন্নাইয়ের ঐচ্ছিক অনুশীলনে ছিলেন না টাইগার অধিনায়ক। ক্রিকেটীয় অনুশীলন ছাড়াই হয়তো খেলবেন পরের ম্যাচে।

সমকাল