সহিংসতা: পাকিস্তানে ৩ উপস্থাপকের বিরুদ্ধে মামলা

logo

মানবজমিন ডেস্ক

(১৩ ঘন্টা আগে) ১৪ জুন ২০২৩, বুধবার, ৬:৪৫ অপরাহ্ন

mzamin

পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের পর সহিংসতায় উস্কানি দেয়ার অভিযোগ আনা হয়েছে টেলিভিশনের জনপ্রিয় উপস্থাপক সাবির শাকির, মঈদ পীরজাদা এবং আকবর হোসেনের বিরুদ্ধে। আবপাড়া পুলিশ স্টেশনে এ অভিযোগে এফআইআর করেছেন মাজিদ মেহমুদ নামে এক ব্যক্তি। এতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা এবং সন্ত্রাসের অভিযোগে এফআইআর করেছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন জিও টিভি। অভিযোগে বলা হয়েছে, মেলোডি এলাকায় অবস্থিত টেলিভিশন স্টেশন থেকে ভিডিও মারফত সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে সরাসরি নির্দেশনা গ্রহণ করছিল।

ভিডিও বার্তা ও সামাজিক মাধ্যমের পোস্টে তারা নিরপরাধ মানুষকে উস্কানি দিয়েছেন। এর মধ্য দিয়ে তারা বিদেশি রাষ্ট্রের এজেন্সির মতো কাজ করেছেন। এর আগে ওয়াশিংটনভিত্তিক সাংবাদিক শাহিন শেহবাই, তিনজন ভ্লগার- সৈয়দ হায়দার রাজা মেহদি, ওয়াজাহাত সাঈদ খান এবং মেজর (অবসরপ্রাপ্ত) আদিল ফারুক রাজার বিরুদ্ধে সহিংসতার অভিযোগে মামলা হয়।