সহজ টার্গেট চেজ করতে ব্যর্থ হওয়ায় হতাশ বাটলার

logo

স্পোর্টস ডেস্ক

(১৮ ঘন্টা আগে) ১৫ মার্চ ২০২৩, বুধবার, ২:৪২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৮ পূর্বাহ্ন

mzamin

ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার ম্যাচে আহামরি টার্গেট দিতে পারেনি বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে ১৫৮ রান তোলে টাইগাররা। টার্গেট সহজ হলেও ব্যর্থ হয় ইংল্যান্ড। আর এতে চরম হতাশ ইংলিশ অধিনায়ক জস বাটলার।

বাংলাদেশ সফরে ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে মোট ৬টি ম্যাচ খেলেছে ইংল্যান্ড। যার প্রথম পাঁচ ম্যাচেই টসে হারে ইংলিশরা। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে অবশেষে টস ভাগ্য সহায় হয় সফরকারীদের। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে পছন্দ মতো বোলিং নেন জস বাটলার। টাইগারদের ব্যাটিংয়ে পাঠিয়ে কার্যকরীও হয় ইংলিশ অধিনায়কের সিদ্ধান্ত। ইংলিশ বোলারদের নৈপুণ্যে ১৫৯ রানের টার্গেট দিতে সক্ষম হয় টাইগাররা। এই অল্প রান তাড়ায় ১৬ রানের দূরত্বে ইনিংস শেষ করে ইংলিশ ব্যাটাররা।

ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে ইংল্যান্ড অধিনায়ক বাটলার বলেন, ‘উইকেট ভালো ছিল। আমরা তাদের অল্প রানে আটকানোর পরিকল্পনা করি। সফলও হই আমরা। আশা করেছিলাম, এই টার্গেট তাড়া করতে পারব। কিন্তু আমরা ব্যর্থ হই।’ 

বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে টার্গেট নিয়ে ব্যাটিংয়ে নেমে দলীয় ৫ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। শুরুর ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে ৯৫ রানের জুটি গড়েন ডেভিড মালান এবং জস বাটলার। তবে ১৪তম ওভারের প্রথম বলে দলীয় ১০০ রানে মোস্তাফিজুর রহমানের শিকার হন ডেভিড মালান (৫৩)। পরের বলেই রানআউটে কাটা পড়ে ৪০ রান করা জস বাটলারের উইকেট। দুই সেট ব্যাটার দ্রুত ফেরার পর ম্যাচের লাগাম নিজেদের হাতে নেয় বাংলাদেশ। এরপর দলীয় ১১৯ থেকে ১২৮ রানের মধ্যে আরও তিন উইকেট হারায় ইংল্যান্ড। দ্রুত উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় ইংলিশরা। অধিনায়ক জস বাটলার বলেন, ‘দ্রুত উইকেট হারানোটা কঠিন ছিল। (রানআউট হওয়ায়) নিজেকে নিয়েও হতাশ আমি। সিঙ্গেল সম্পন্ন করতে ডাইভ দেয়ার প্রয়োজন ছিল আমার।’

বাটলার বলেন, ‘এমন হারে সত্যিই হতাশ আমরা। বাংলাদেশকে অভিনন্দন। তারা পুরোপুরিভাবে আমাদের ম্যাচ থেকে ছিটকে দেয়। ফিল্ডিংয়ের সময় কিছু সুবর্ণ সুযোগ মিস করেছি আমরা। যা হতাশাব্যঞ্জক।’