সরকার মিথ্যাচার করছে: মির্জা ফখরুল

সরকার মিথ্যাচার করছে দাবি করে মির্জা ফখরুল বলেন, এখন সবকিছু সহনশীলতার মধ্যে আছে বলে দাবি করছেন মন্ত্রীরা। যদিও প্রকৃত আয় কমেছে। সীমান্তে হত্যা হচ্ছে। কিন্তু আওয়ামী লীগ কিছু বলছে না। নতজানু পররাষ্ট্রনীতি থেকে বের হয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে হবে। বিএনপি বিদেশিদের ধরনা দিয়ে কখনো ক্ষমতায় আসেনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশে মুক্তিযোদ্ধাদের অবস্থা খারাপ। সীমান্তে হত্যাকাণ্ড হচ্ছে। কিন্তু প্রতিকার করার ক্ষমতা এ সরকারের নেই। বাংলাদেশকে স্বাধীন, সার্বভৌম রাখার কথা ছিল। কিন্তু ক্ষমতায় টিকে থাকতে, প্রতিবেশী রাষ্ট্রকে খুশি করতে তাঁবেদারি করছে এ সরকার।

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘৭ মার্চের ভাষণকে আওয়ামী লীগ বলছে স্বাধীনতার ঘোষণা। তখন আমরা প্রত্যাশাও করিনি যে বিষয়টা এমন হবে। আওয়ামী লীগ নেতারা মুক্তিযুদ্ধের সময় ১০০ মাইল দূরে থেকে মুক্তিযুদ্ধের দাবিদার।’

বাংলাদেশের প্রভাবশালী নেতা-সমর্থকেরা ব্যাংক লুট করে, দুর্নীতি করে কানাডায় বাড়ি করছেন বলে মন্তব্য করেছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, বাংলাদেশ সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, ঢাকা থেকে কানাডা সরাসরি বিমান চালু করবে। ২৬ তারিখে যে উড়োজাহাজ যাবে, ঘোষণা আসার তিন ঘণ্টার মধ্যে দেখা গেল, সব টিকিট শেষ হয়ে গেছে। আজকে জনমনে প্রশ্ন, কারা এই ফ্লাইটের জন্য অপেক্ষা করেন?

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় যে আকাঙ্ক্ষা ছিল, তা ব্যর্থ করে দিয়েছে বর্তমান সরকার। বৈষম্য বিলোপে লড়াই করেছিলাম। কিন্তু বৈষম্য এখন বেড়েছে। টিসিবির ট্রাকের পেছনে মা-বোনেরা যেভাবে দৌড়াচ্ছেন, এটাই বলে দেয়, দেশ কোন পর্যায়ে আছে।’

নজরুল ইসলাম খান আরও বলেন, ‘সরকারের মন্ত্রীরা মরিচের দাম বাড়লে বলে, বেশি মরিচ খেলে গ্যাস্ট্রিক হয়। তেলের দাম বাড়লে বলে, তেল বেশি খেলে কোলেস্টেরল বাড়ে। পেঁয়াজের দাম বাড়লে বলে, এত পেঁয়াজ খাওয়ার দরকার নাই। চালের দাম বাড়লে বলে, আমাদের দেশের মানুষ ভাত বেশি খায়। যদি কাপড়ের দাম বাড়ে, তাহলে তারা কী বলবে?’

নতুন ঘোষিত রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া বলেন, স্বাধীনতার সময় দেশে ২২টি ধনী পরিবার ছিল। এখন ১০টি পরিবার দেশকে চুষে খাচ্ছে। আইয়ুব খানের সময় দেশের মানুষ যেটা বলতে পারতেন, এখন তা বলতে পারছেন না। কিছু বললেই মানহানির মামলা হচ্ছে।