নিত্যপণ্যের দাম বাড়ায় মানুষের যে কষ্ট হচ্ছে, তা সরকার দেখতে পাচ্ছে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। তিনি বলেছেন, বর্তমান সরকারকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেনি। তাই মানুষের প্রতি ক্ষমতাসীনদের দায়বদ্ধতা নেই।
সোমবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে এক পথসভায় নুরুল হক এসব কথা বলেন। পথসভা শেষে পুরানা পল্টন মোড়, ফকিরাপুল, বায়তুল মোকাররম মসজিদ এলাকা ও গুলিস্তানে লিফলেট বিতরণ করেন গণ অধিকার পরিষদের নেতা–কর্মীরা।
নুরুল হক বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। এতে মানুষের কষ্ট হচ্ছে। কিন্তু সরকার মানুষের কষ্ট দেখতে পাচ্ছে না। বর্তমান সরকারকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেনি। তাই মানুষের প্রতি ক্ষমতাসীনদের দায়বদ্ধতা নেই। সরকার জিনিসপত্রের দাম কমাতে পারবে না। কারণ, এই সরকার সিন্ডিকেটের হাতে জিম্মি।
সরকার দুর্নীতিবাজ ও কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে আদালতের বারান্দায় ঘুরাচ্ছে, হয়রানি করছে বলেও অভিযোগ করেন নুরুল হক। তিনি বলেন, ড. ইউনুস, খালেদা জিয়ার মতো দেশের সম্মানিত নাগরিকদের অসম্মান করছে সরকার। বিচারিক হয়রানির মাধ্যমে বিরোধী দল ও ভিন্নমতের মানুষের ওপর নির্যাতন চালানো হচ্ছে।
এ সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, সাংবাদিক থেকে শুরু করে সরকারি-বেসরকারি সব পেশার মানুষ কষ্টে রয়েছে। মানুষ সঞ্চয় ভেঙে খেয়ে এখন ঋণের জালে আবদ্ধ হতে শুরু করেছে। তারা যে টাকা আয় করে, তা দিয়ে কারও সংসার চলে না। অথচ সরকারের বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছেন, জনগণের পকেটে টাকার অভাব নেই।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ফাতেমা তাসনীম, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসালম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, কেন্দ্রীয় নেতা ওমর ফারুক, সাইফুল ইসলাম প্রমুখ।
prothom alo