সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: মঈন খান

সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: মঈন খানপ্রেসক্লাবের সামনে ভোট বর্জনের লিফলেট বিতরণকালে মঈন খান। ছবি-সমকাল

সরকার পতন না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলনে থাকার প্রত্যয় বক্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের মাধ্যমে সম্পূর্ণ শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই সরকারকে সরিয়ে দিয়ে এদেশে জনগণের সরকার কায়েম করা হবে। সেই উদ্দেশ্যে আমরা রাজপথে আছি।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ভোট বর্জনের লিফলেট বিতরণকালে মঈন খান এ কথা বলেন।

তিনি বলেন, সরকার দাবি করে তারা উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছে। উন্নয়ন যদি করে থাকেন তাহলে জনগণের ভোটকে ভয় পান কেন।

বিএনপির এ নেতা বলেন, জনগণের মৌলিক অধিকার ফিরে পাবার জন্য আন্দোলন করছি, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি। যতদিন না এই সরকার বিদায় না হবে ততদিন রাজপথে থাকব।

এরা আগে সকাল ১১টার দিকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীদের নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে বাসযাত্রী, রিকশাযাত্রীসহ ফুটপাতে পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাবসহ মুক্তিযোদ্ধা দলের নেতারা ছিলেন।

সমকাল