সরকার ও প্রশাসন না চাইলে ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: সুজন

 


সুশাসনের জন্য নাগরিক-সুজন এর সম্পাদক বদিউল আলম মজুমদার। (ফাইল ছবি)

সরকার ও প্রশাসন না চাইলে ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন সে বার্তাই দিয়েছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক-সুজন’র সম্পাদক বদিউল আলম মজুমদার। শনিবার অনলাইনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এর আগে, গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন চলাকালীন সিসি ক্যামেরায় বিভিন্ন অনিয়ম পেয়ে নির্বাচন বন্ধ করে দেয় নির্বাচন কমিশন।

এ প্রসঙ্গে, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, এটি ইসির সাহসী সিদ্ধান্ত এবং তাদের ক্ষমতার সঙ্গে সঙ্গতিপূর্ণ। ইভিএম একটি দুর্বল যন্ত্র। ইভিএম পারিচালনকারি চাইলেই ভোটে জালিয়াতি ও ফলাফল পাল্টে দেয়া সম্ভব।

এ সময়, রাজনৈতিক ঐক্যমত ছাড়া বর্তমান সংকট নিরসন সম্ভব না- বলেও মন্তব্য করেন তিনি।

/এসএইচ