বিবৃতিতে বলা হয়, ২৮ অক্টোবর বিএনপি ও যুবদলের কর্মী, একজন পুলিশ, একজন সাংবাদিকসহ বেশ কয়েকজন নিহত হন। আহত হন অসংখ্য মানুষ। এ ঘটনায় সরকার কয়েক দিনের মধ্যে কয়েকশ মামলা করে। বিএনপি মহাসচিব, কেন্দ্রীয় শীর্ষ নেতাসহ কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া কয়েক লাখ নেতাকর্মীকে গ্রেপ্তার আতঙ্কে রাখা হয়েছে। নেতাদের বাড়ি বাড়ি অভিযান চালিয়ে তাদের না পেয়ে সন্তানসহ আত্মীয়স্বজনকেও গ্রেপ্তার করা হচ্ছে।
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, সাংবাদিক আলমগীর মহিউদ্দিন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সাংবাদিক রুহুল আমিন গাজী, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, অধ্যাপক তাজমেরি এস এ ইসলাম, সাংবাদিক রেজোয়ান হোসেন সিদ্দিকী, অধ্যাপক ডা. সিরাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, কবি ও সাংবাদিক আবদুল হাই শিকদার, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার প্রমুখ।