
দীর্ঘ ১৬ বছর অবৈধভাবে ৭ একর সরকারি জমি দখলে রেখে ভাড়া আদায়ের মাধ্যমে ৩৭ কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাসহ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৮ জুলাই) দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি জানিয়েছেন।
মামলার আসামিরা হলেন— ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লা, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী থেকে অবসরপ্রাপ্ত) ঢাকা ডিভিশন-১-এর সাবেক নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলাম, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক নির্বাহী প্রকৌশলী ও বর্তমানে সদস্য (প্রকৌশল ও সমন্বয় বিভাগ) কাজী মো. আবু হানিফ এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ঢাকা সার্কেলের সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলী ও বর্তমানে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হারিজুর রহমান।
মামলায় অভিযোগ করা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে দায়িত্বে থেকে সরকারি জমি দখলে রাখতে সহায়তা করেছেন। ১ নং আসামি ইলিয়াস উদ্দিন মোল্লা দীর্ঘ ১৬ বছর ধরে মিরপুরের ঝিলপাড় এলাকার প্রায় সাত একর সরকারি জমি অবৈধভাবে ভোগদখলে রেখে সেখানে গড়ে ওঠা অবৈধ স্থাপনা থেকে ভাড়া আদায়ের মাধ্যমে ৩৭ কোটি ৪৪ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া সরকারি দায়িত্বে থাকা ২, ৩ ও ৪ নম্বর আসামিরা অর্পিত ক্ষমতার অপব্যবহার করে, সরকারের নির্দেশ অমান্য করে ইলিয়াস মোল্লাকে সুবিধা দিয়েছেন এবং তাকে শাস্তি থেকে রক্ষা করার অসৎ উদ্দেশ্যে কার্যক্রম পরিচালনা করেছেন।
আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/২১৭/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।
This is how such corruption worked in Bangladesh during the SH/AL regime. All they had to do was “convince” relevant govt officers who had the necessary powers to become accesories to their bribery scheme, in exchange for a share of the loot, and then use their powers to steal that money. Nothing came out from the AL leaders’ own pockets, but from the loot money alone. So, who paid? The people whose money was stolen. A question may come: But, the govt officer already had power to steal the money, why did they need the AL politicians as partners? Well, two possible reasons: (1) The AL politicians used goondas to threaten them, or (2) the AL politicians had additional powers that the govt officers needed (e.g., saving them from jail if they got caught, saying “Oh, I was forced to do it by the AL politician”). What a novel scheme. Maybe we should nominate SH for coming up with this cost-free scheme to become rich by herself and her shenanigans.