স্পোর্টস ডেস্ক
(১৯ ঘন্টা আগে) ১৭ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার, ৩:০৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৮ পূর্বাহ্ন
উত্তরাখণ্ড থেকে দিল্লিতে ফিরছিলেন ঋষভ পন্ত। নিজেই চালাচ্ছিলেন গাড়ি। রাস্তার ডিভাইডারে ধাক্কা লাগতেই পন্তের মার্সিডিজ বেঞ্জ গাড়িটিতে আগুন ধরে যায়। কোনো রকম আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কাঁচ ভেঙে বের করা হয় পন্তকে। ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে ভারতীয় ক্রিকেটারের প্রাণে বাঁচা অলৌকিক বললে ভুল হবে না। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন পন্ত। ১৭ দিন চিকিৎসার পর অবশেষে শুভাকাক্সক্ষীদের উদ্দেশ্যে বার্তা দিলেন এই উইকেটরক্ষক-ব্যাটার।
ফেব্রুয়ারিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলার কথা ছিল ঋষভ পন্তের। অনুমিতভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) অংশ নিতেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। তবে গত ৩০শে ডিসেম্বরে উত্তরাখণ্ডের রুরকিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাল্টে গেছে দৃশ্যপট।
দীর্ঘ সময়ের জন্য বাইশ গজ থেকে ছিটকে গেছেন ভারতীয় ব্যাটার পন্ত। চিকিৎসকরা জানিয়েছেন, ২০২৩ সালে মাঠে ফেরার কোনো সম্ভাবনা নেই তার। গতকাল রাতে ভিন্ন তিনটি টুইট করেন পন্ত। প্রথমটিতে বলেন, ‘সবরকমের সহযোগিতা এবং শুভেচ্ছার জন্য আমি অভিভূত এবং কৃতজ্ঞ। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমার অস্ত্রোপচার সফল হয়েছে। সেরে ওঠার প্রক্রিয়ায় রয়েছি। ভবিষ্যতের চ্যালেঞ্জের জন্য আমি তৈরি। অফুরন্ত সমর্থনের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড, জয় শাহ এবং সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।’
কিছুক্ষণ বাদে আরেকটি টুইট করেন পন্ত। তিনি লিখেন, ‘অফুরন্ত ভালোবাসা এবং মনোবল বাড়ানোর জন্য সকল সমর্থক, সতীর্থ, চিকিৎসক এবং ফিজিওদের ধন্যবাদ জানাতে চাই। মাঠে সকলের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি।’
তৃতীয় টুইট বার্তায় তার জীবন বাঁচানো দুই নায়কের কথা বলেছেন ঋষভ পন্ত। তিনি লিখেছেন, ‘আমি হয়তো সবাইকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিতে পারব না; কিন্তু এই দুই নায়ক, যারা দুর্ঘটনার পর আমাকে হাসপাতালে নিয়ে এসেছে, নিরাপদে পৌঁছে দিয়েছে- রজত কুমার এবং নিশু কুমারকে ধন্যবাদ। চিরজীবন তোমাদের প্রতি কৃতজ্ঞ এবং ঋণী থাকব।’