বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কেন জানি বাংলাদেশের মানুষের বাঁচামরাকে কখনও আমলে নেয় না ভারত। এ জন্য সচেতনভাবেই ডুম্বুর বাঁধের গেট খুলে দিয়েছে তারা। বাংলাদেশ প্রশ্নে ভারত কখনও ন্যায়নীতির নির্দেশ গ্রাহ্য করেনি।
আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন।
এমন পরিস্থিতিতে বন্যা আক্রান্ত জেলাগুলোতে ত্রাণ বিতরণ কার্যক্রম জোরদার করতে হবে জানিয়ে তিনি বলেন, এবারের বন্যা আড়াই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ। বন্যাদুর্গত মানুষকে দ্রুত নিরাপদস্থলে পৌঁছাতে সরকারসহ সব স্বেচ্ছাসেবী সংগঠনকে উদ্ধারকাজে নামতে হবে। বন্যা উপদ্রুত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ সমর্থকদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। তিনি দেশের সামর্থ্যবান ও ধনী ব্যক্তিদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
samakal