- নয়া দিগন্ত অনলাইন
- ০১ আগস্ট ২০২৩, ১০:৪৪
শ্রীলঙ্কা-বাংলাদেশের ২২ গজের লড়াইয়ে গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে নাগিন নাচ। দু’দলের ক্রিকেটারেরা প্রতিপক্ষকে এভাবেই কটাক্ষ করছেন। এবার লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ম্যাচে সত্যিই মাঠে ঢুকে পড়ল সাপ। তখন বল করছিলেন সাকিব আল হাসান।
খেলা হচ্ছিল ডাম্বুলা ও গলের। ডাম্বুলার ইনিংসের পঞ্চম ওভারে বল করতে শুরু করেন সাকিব। তখন ব্যাট করছিলেন ধনঞ্জয় ডি সিলভা এবং কুশল পেরেরা। সাকিব বল করতে গিয়েও থমকে গেলেন। কারণ মাঠে ঢুকে পড়েছে একটি সাপ। সবুজ ঘাসের ওপর দিয়ে এঁকে-বেঁকে চলেছে সাপটি। মাঠে থাকা অন্য ক্রিকেটারদের হাতের ইশারায় সাকিব সাপের কথা বুঝিয়ে সাবধান করে দিলেন। বন্ধ থাকল খেলা। মাঠে সাপ ঢুকে পড়ার ভিডিও ভাইরাল হয়েছে সমাজ যোগাযোগমাধ্যমে।
খেলা শুরু করার উদ্যোগ নিলেন এক সাহসী আম্পায়ার। তিনি ধাওয়া করলেন সাপকে। সাপের পেছন পেছন গেলেন বাউন্ডারি লাইন পর্যন্ত। এতে আবার আরেক বিপত্তি। বাউন্ডারি লাইনের দড়িতে বাধা বিজ্ঞাপনে ধাক্কা খেল প্রায় ছয় ফুট সাপটি। সাপটি মাঠের বাইরে চলে যাওয়ার পর আবার শুরু হয় খেলা। ওভার শুরু করেন সাকিব।
সূত্র : আনন্দবাজার পত্রিকা