শেষ সুযোগটা কাজে লাগাতে চায় বাংলাদেশ

  • নয়া দিগন্ত অনলাইন
  •  ০৪ নভেম্বর ২০২২, ২০:১০
শেষ সুযোগটা কাজে লাগাতে চায় বাংলাদেশ –

বাস্তবতার নিরিখে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়া এখন প্রায় অসম্ভবই বটে। কাগজে কলমে এখনো একটা পথ থাকলেও, সেটা নিতান্তই সংকীর্ণ হয়ে আছে। তবে সেই সামান্য সুযোগটাও কাজে লাগাতে চায় বাংলাদেশ। লড়াই করতে চায় শেষ মুহূর্ত পর্যন্ত। আজ সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন তাসকিন আহমেদ।

বিশ্বকাপে এখন পর্যন্ত ৪ ম্যাচে দুই জয় আর দুই হার বাংলাদেশের। ৪ পয়েন্ট নিয়ে আছে তালিকার চার নাম্বারে। চার পয়েন্ট আছে পাকিস্তানেরও, পাঁচ পয়েন্ট দক্ষিণ আফ্রিকার। সুবাদে শেষ ম্যাচে শুধু পাকিস্তানকে হারালেই হবে না বাংলাদেশের, নেদারল্যান্ডসের কাছে হারতে হবে দক্ষিণ আফ্রিকাকেও। শক্তিমত্তা আর পরিসংখ্যানে যা কঠিন, তবে অনিশ্চয়তার খেলা ক্রিকেট বলেই বাংলাদেশ তবুও সমীকরণ মেলাচ্ছে।

ভাগ্যটা যদিও দক্ষিণ আফ্রিকার হাতে, তবুও শেষ ম্যাচটা যেভাবেই হোক জিততে চায় বাংলাদেশ। আজ সাংবাদিকদের সেই ইচ্ছের কথা জানিয়ে তাসকিন বলেন, ‘প্রত্যেক ম্যাচের মতো এই ম্যাচেও জয়ের প্রচেষ্টা নিয়েই মাঠে নামব। সবাই সেরাটা দিব ইনশাআল্লাহ। আমাদের গ্রুপটা বেশ জমে যাচ্ছে। এখনো যদি জিততে পারি, কোনো না কোনোভাবে সুযোগ আসতেও পারে। চেষ্টা থাকবে সেরাটা দিয়ে ভালো কিছু করার ইনশাআল্লাহ।’

তাসকিন আরো বলেন, ‘আগের ম্যাচেও আমাদের সামনে সুযোগ ছিল, তবে হেরে গিয়েছি। তাই সবার চোখ উন্নতির দিকে। শেষ ম্যাচটা আমরা জয়ের জন্যই খেলব, নিজেদের সেরাটা দিয়ে। মোরালি আমরা কেউ ডাউন না, সবাই আলহামদুলিল্লাহ ঠিক আছে। খারাপ লাগছে যেহেতু হেরে গিয়েছিলাম।’