- ২৪ ডেস্ক
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় দেবে।

রায়ের আগে রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন জানিয়েছে। রোববার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে রাষ্ট্রপক্ষের আইনজীবী গাজী এম এইচ তামিম সাংবাদিকদের জানান, তারা ট্রাইব্যুনালের কাছে আসামিদের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড প্রার্থনা করেছেন। তিনি বলেন, ‘আমরা ট্রাইব্যুনালে তার (শেখ হাসিনা) সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেছি।’ একইসঙ্গে আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দেওয়ার আবেদন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
প্রসিকিউটর তামিম জানান, আইনে আর্থিক ক্ষতিপূরণের বিধান থাকায় ভুক্তভোগী পরিবারগুলোকে কিছুটা সহায়তার জন্য এই আবেদন করা হয়েছে। রাষ্ট্রপক্ষ তাদের অভিযোগ প্রমাণ করতে পেরেছে এবং ন্যায়বিচারের স্বার্থে ট্রাইব্যুনালের যেকোনো সিদ্ধান্ত মেনে নেবে।
এদিকে, মামলার রায়-পরবর্তী আইনি প্রক্রিয়া নিয়েও কথা বলেছেন প্রসিকিউটর। তিনি স্পষ্ট করেন, এ মামলার দুই আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক থাকায় দণ্ডিত হলেও তারা সরাসরি আপিল করার সুযোগ পাবেন না। আইন অনুযায়ী, রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণ করলে বা গ্রেপ্তার হলেই কেবল তারা আপিল করতে পারবেন। তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীও আপিল দায়ের করতে পারবেন না।
নারী হওয়ার কারণে শেখ হাসিনা আইনি কোনো বিশেষ সুবিধা পাবেন কি না, এমন প্রশ্নের জবাবে প্রসিকিউটর জানান, ফৌজদারি কার্যবিধিতে জামিনের ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেওয়া হলেও রায় বা সাজার ক্ষেত্রে এমন কোনো বিধান নেই। অপরাধের মাত্রা বিবেচনা করেই শাস্তি নির্ধারিত হবে। এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছিল। রায়ে দণ্ডাদেশ দেওয়া হলে কনভিকশন ওয়ারেন্টের ভিত্তিতে পুনরায় রেড নোটিশ জারির আবেদন করা হবে বলে জানান প্রসিকিউটর।
এছাড়া, ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন ও অন্যান্য গণমাধ্যম রায়ের অংশবিশেষ সরাসরি সম্প্রচার করতে পারবে বলেও জানানো হয়েছে।









