শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলা: সাবেক এমপিসহ চার জনের যাবজ্জীবন

logo

সাতক্ষীরা প্রতিনিধি

১৯ এপ্রিল ২০২৩, বুধবার

তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ ৪ জনকে যাবজ্জীবন  ও ৪৪ জনকে ৭ বছর করে কারাদ- প্রদান করা হয়। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক বিশ্বনাথ ম-ল এ রায় প্রদান করেন। এ সময়   ৩৯ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- সাতক্ষীরার তালা-কলারোয়া আসনের সাবেক এমপি বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব, কলারোয়া উপজেলা সদরের আব্দুল কাদের বাচ্ছু, রিপন ও রঞ্জু। ৭ বছর করে কারাদ-প্রাপ্ত আসামিরা হলেন- সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা মৎস্য দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (৪৬), সাবেক ছাত্রদলের সভাপতি রিপন (৩৫), বিএনপি নেতা আবদুর রাজ্জাক (৪৮), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন (৪৫), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুল রকিব মোল্যা (৪৩), কলারোয়া পৌরসভার মেয়র বিএনপি নেতা গাজী আক্তারুল ইসলাম (৩৮), বিএনপি নেতা মফিজুল ইসলাম (৪৪), পৌর ছাত্রদলের সভাপতি আব্দুল মজিদ (৩০), বিএনপি নেতা এডভোকেট আবদুস সামাদ (৫২), বিএনপি নেতা হাসান আলী (৪৫), উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী (৫৫), বিএনপি নেতা ময়না (৩৮), বিএনপি নেতা শিক্ষক আব্দুস সাত্তার (৫০), সাবেক উপজেলা ছাত্রদালের সভাপতি খালেদ মঞ্জুর রোমেল (৪২), বিএনপি নেতা কলেজ শিক্ষক তোফাজ্জেল হোসেন সেন্টু (৫০), যুবনেতা মাজাহারুল ইসলাম (৪৫), বিএনপি নেতা আব্দুল মালেক (৩৮), বিএনপি নেতা আব্দুর রব (৪৬), উপজেলা কেরালকাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম (৪৩), যুগীখালী ইউপি চেয়ারম্যান উপজেলা বিএপির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম (৫০), পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল (৪৮), সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা এডভোকেট আব্দুস সাত্তার (৫২), যুবদল নেতা রিংকু (৩২), যুবদল নেতা আব্দুস সামাদ (৪৮), বিএনপি নেতা আলাউদ্দীন (৩৪), যুবদল নেতা আলতাফ হোসেন (৩৮), উপজেলা ছাত্রদলের সভাপতি তৌফিকুর রহমান সনজু (৩৩), ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হোসেন (৩০), বিএনপি নেতা সাহাবুদ্দিন (৪৯), বিএনপি নেতা সাহেব আলী (৪৮), বিএনপি নেতা সিরাজুল ইসলাম (৫৫), যুবনেতা টাইগার খোকন (৩৮), যুবনেতা ট্রলি সহিদুল (৪২), বিএনপি নেতা কনক (৩৮), পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ কামরুল হোসেন (৫০), যুবদল নেতা মনিরুল ইসলাম (৩০), যুবদল নেতা ইয়াছিন আলী (৩৫), পৌর বিএনপির সহ-সভাপতি আখলাকুর রহমান শেলী (৩২), বিএনপি নেতা শাহিনুর রহমান (৫২), বিএনপি নেতা বিদার মোড়ল (৪০), যুবদল নেতা সোহাগ হোসেন (২৮), বিএনপি সমর্থক মাহাফুজার রহমান মোল্যা (৩৮), জামায়াত কর্মী গফ্ফার গাজী (৪০), সাবেক উপজেলা যুবদলের সহ-সভাপতি মাহাফুজুর রহমান সাবু (৫০)। সাজাপ্রাপ্তদের মধ্যে ৯ জন পলাতক  রয়েছেন।

সাতক্ষীরা জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আব্দুল লতিব জানান, ২০০২ সালের ৩০শে আগস্ট তাৎকালীন বিরোধীদলীয় নেত্রী  ও বতর্মান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরায় আসেন এক ধর্ষিতাকে দেখতে। সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে দেখে যশোর ফেরার পথে কলারোয়া উপজেলা সদরে তার গাড়িবহরে হামলা চালানো হয়। তাকে হত্যার জন্য বোমা বিস্ফোরণ ও গুলি চালানো হয়। এ ঘটনায় মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দিন বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা করে। মামলায় ৫০ জনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করা হয়। সাক্ষ‍্য শেষে মঙ্গলবার এ মামলায় ৪ জনকে যাবজ্জীবন  ও বাকি আসামিদের ৭ বছর করে কারাদ- প্রদান করা হয়।

“১৯৯৪ সালের ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার জননেত্রী শেখ হাসিনা বিমানযোগে যশোর হয়ে খুলনা এসে বিকেলে শহীদ হাদিস পার্কে ভাষন দেন। রাত্রে তার চাচাতো ভাই শেখ নাসেরের বড় ছেলে শেখ হেলালের বাড়ীতে খান ও থাকেন। পরদিন ২৩ সেপ্টেম্বর শুক্রবার সকাল নয়টায় উত্তরবঙ্গের উদ্দেশ্যে ট্রেন যাত্রা শুরু করেন। সাধারণ যাত্রী সহযোগে বেশ লম্বা ট্রেন। ট্রেনের সাধারণ যাত্রীরা জানেও না বা বুঝতে পারছে না হাসিনার সভা করতে যাওয়া এই ট্রেন কবে কখন গন্তব্যে পৌছাবে। ঠিক নয়টায় ট্রেন ছাড়ে। প্রতি ষ্টেশনেই ট্রেন থামিয়ে সভা চলছে। ট্রেন থেকে নেমে সভাস্থলে সভা করে ফেরত আসতে ১ ঘন্টা সময় লাগছে। এভাবে প্রতি স্টেশনে গড়ে ১ ঘন্টা করে দিন পেরিয়ে রাত নামলো। শেখ হাসিনার ঢাকা থেকে আসা ডজন খানেক সাংবাদিক (তার ভাষায় সাংঘাতিক) সাথে রয়েছে। সবই বিশাল আয়োজন। ট্রেনের শেষের দিকে একটি ভিআইপি স্পেশাল কামরায় বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা, ঐ কম্পার্টমেন্টের সামনে ও পিছনে নেত্রীর নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল এসবি ব্রাঞ্চ পুলিশের বারো জন সদস্য। তার পরের কম্পার্টমেন্টে সাংবাদিকগণ, এরপর বাকী সব কম্পার্টমেন্টে সাধারণ যাত্রী। এই দীর্ঘ বিলম্বে বাকীদের ত্রাহি মধুসুদন অবস্থা। ছয় ঘন্টার রাস্তা চব্বিশ ঘন্টায়ও না ফুরানোয় পানিসহ সকল খাবার ফুরিয়ে গেলে সাধারণ যাত্রীদের কষ্ট ও দুর্ভোগ সীমাহীন পর্যায়ে পৌছে। তৃষ্ণার্ত ক্ষুধার্ত শিশুদের কান্না ও আহাজারিতে অনেকে গন্তব্যের আগে ট্রেন থেকে নেমে পালিয়ে বাঁচে। অপর দিকে প্রতিটি স্টেশন থেকে অফুরন্ত খাবার ও বিশুদ্ধ পানি (মিনারেল ওয়াটার) পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা হয়। সারা দিনে নেত্রী প্রায় কুড়িটির মত রেলস্টেশনে জনসভায় এভাবে ভাষন দেন। রেলস্টেশন ছাড়াও উৎসুক জনতা ট্রেন থামালে সেখানেও তিনি বক্তৃতা করেন এবং সাংবাদিকরা সব লিপিবন্ধ করছেন। রাতের আঁধারে একই বক্তৃতা বার বার শুনতে শুনতে সাংবাদিকদের প্রায় মুখস্ত হওয়ায় শেষ দিকে তারা অনেকেই ট্রেন থেকে নেমে সংবাদ লিপিবদ্ধ করতে যাননি। রাত তখন ১১টা ১৭ মিনিট। ঈশ^রদী পৌছার পূর্ব মুহূর্তে শেখ হাসিনা বলেন, আমি এত যামাই আদরে এদেরে এনেছি আর তারা ঘুমাচ্ছে, এত লোক হচ্ছে আর বক্তৃতা করছি কিছুই তাদের নজরে আসছে না। এসব সাংবাদিকদের ঘুম ভাঙ্গিয়ে আমার জনসভাতে পাঠাও যেন পরদিন সব পত্রপত্রিকায় ভালো নিউজ হয়। এ সময় শেখ হাসিনার বেতনভুক এক কর্মচারী মদন মোহন দাস বলল, ‘ডাইকা ঘুম ভাঙ্গন লাগবো না। পিস্তল দিয়া কয় রাউন্ড গুলি করলেই সাংঘাতিক গো ঘুম কই যাইব, লাফাইয়া ট্রেন থাইক্যা নীচে পইড়া যাইবো।’ আলাউদ্দিনের প্রদীপ পাওয়ার মত সঙ্গে সঙ্গে শেখ হাসিনা তখন তার বাবার ফুফাতো ভাইয়ের ছেলে বাহাউদ্দিন নাসিমকে বললেন, ‘দে দুই রাউন্ড গুলি করে। আর উপস্থিত অন্যদেরে বললেন, তোমরা আমাকে (হাসিনাকে) হত্যার জন্য ট্রেনে গুলি করা হয়েছে বলে সাংঘাতিকদের মাঝে প্রচার করে দেবে।’ ট্রেন ঈশ^রদী প্ল্যাটফর্মে ঢোকার কয়েক মিনিট আগে বাহাউদ্দিন নাসিম ট্রেনের জানলা দিয়ে সাংবাদিকদের কম্পার্টমেন্ট লক্ষ্য করে পিস্তল দিয়ে তিন রাউন্ড গুলি ছুড়লো। গুলির শব্দ শুনে হাসিনার নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল ব্রাঞ্চের পুলিশরাও ৫-৬ রাউন্ড গুলি করে। এ আওয়াজে পাশের কম্পার্টমেন্টে থাকা সাংবাদিকরা ভয়ে ট্রেনের ভিতরে গড়াগড়ি শুরু করে এবং আমরা (রেন্টুগং) পরিকল্পনামত সাংবাদিকদের কম্পার্টমেন্টে এসে শেখ হাসিনাকে হত্যার জন্য ট্রেনে গুলি করা হয়েছে বলে প্রচার করতে থাকি। ট্রেন ঈশ^রদী প্ল্যাটফর্মে থামলে, ঈশ^রদী রেলস্টেশনের জনসভার মঞ্চ থেকে মাইকে আওয়ামী লীগ সদস্য আমির হোসেন আমু শেখ হাসিনাকে হত্যার জন্য ট্রেনে গুলি করা হয়েছে বলে প্রচার করেন। জাতীয় পত্র পত্রিকায় সংবাদ বের হলে বগুড়া সরকারী সার্কিট হাউসের ভিভিআইপি রুমে বসে শেখ হাসিনাসহ তার সফর সঙ্গীরা (যারা মূল ঘটনা জানে) হাসাহাসি করতে থাকে। এবং হাসাহাসির এক পর্যায়ে গুলির এই ঘটনা নিয়ে হরতাল ডাকার সিদ্ধান্ত হয় (ঐ গ্রন্থ, পৃষ্ঠা ৭৩,৭৪,৭৫)।বইটির নাম “আমার ফাঁসি চাই” লেখক মুক্তিযোদ্ধা মতিয়ুর রহমান রেন্টু।

 

Nazmun
১৮ এপ্রিল ২০২৩, মঙ্গলবার,