শুরুটা ভালো করতে মরিয়া টাইগাররা

শুরুটা ভালো করতে মরিয়া টাইগাররা – ছবি : সংগৃহীত

বুধবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে বিকেল ৪টায়। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। এই ফরম্যাটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়ের রেকর্ড নেই টাইগারদের। তবে সাম্প্রতিক পারফরম্যান্স, ঘরের উইকেট, নিউজিল্যান্ড স্কোয়াড; সব মিলিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ। শুধু টি টোয়েন্টি জয় নয়, মাহমুদউল্লাহদের চোখ তো সিরিজ জয়েই। তার জন্য শুরুটা ভালো খুবই জরুরি। বাংলাদেশ অধিনায়ক তাই পাখির চোখ করে আছেন, জয় দিয়ে সিরিজ শুরু করতে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-১ ব্যবধানে সিরিজ জয় বাংলাদেশকে অনুপ্রানিত করছে পুরোদমে। এরউপর নিউজিল্যান্ড দলটিও বলা চলে বি ক্যাটাগরির। কারণ বিশ্বকাপে যারা খেলবে, তাদের কেউই আসেনি এই সফরে। আর ঘরের মাঠের উইকেট বরাবরই টাইগারদের পক্ষে। সব মিলিয়ে উত্তুঙ্গ আত্মবিশ্বাসে ফুটছে টিম টাইগার্স।

তাই বলে প্রতিপক্ষকে হালকা করে দেখছেন না মাহমুদউল্লাহ রিয়াদ। মঙ্গলবার তিনি বলেন, ‘আমার মনে হয় ওরা খুব ভাল একটা দল। একটু আগে যেটা বললাম, নিউজিল্যান্ড এমন একটা দল যারা খুব ভাল হোমওয়ার্ক করে। এবং খুব ডিসিপ্লিনিড। ওরা যে প্লান করে সেই প্ল্যানেই সব সময় ঠিক থাকার চেষ্টা করে। ওদের সঙ্গে আমাদের ভাল খেলতে হলে ডিসিপ্লিনিড ক্রিকেট খেলতে হবে। আমার মনে হয় আত্মবিশ্বাস নিয়ে খেলাটা গুরুত্বপূর্ণ। মিরপুরের উইকেটের কন্ডিশনে মানিয়ে নেওয়াটা গুরুত্বপূর্ণ। ব্যাটিং করি বা বোলিং করি। এই জিনিসগুলো আর্লি করলে দলের জন্য ভাল।’

মিরপুরের উইকেট ভালো হবে এমনটি চাওয়া মাহমুদউল্লাহর। তিনি বলেন, ‘উইকেট নিয়ে আমি সব সময় বলি যে উইকেট অনুমান করা কঠিন। আমার মনে হয় পজিটিভ ফ্রেম অফ মাইন্ডে যাওয়াটা ভালো। আমরা ভালো উইকেট প্রত্যাশা করব। সেভাবেই ম্যাচে যাব। পরে গিয়ে যেটা পাব সেভাবে আমাদের মানিয়ে নিতে হবে। আমার মনে হয় ওই মাইন্ডসেটটা গুরুত্বপূর্ণ। আপনি যদি আগে থেকে ঠিক করেন ১২০-১৩০ রানের উইকেট হবে তাহলে নেতিবাচক মানসিকতায় যাওয়া হয়। ইতিবাচক মানসিকতায় যাব যে এটা ভালো উইকেট হবে। ইনশাল্লাহ আমাদের ব্যাটিং শক্তি আছে। ঠিকমতো খেলতে পারলে আমরা ভালো স্কোর করব।’

অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে সিরিজ জিতেছে বাংলাদেশ দাপটে। সেখানে দ্বিতীয় সারির নিউজিল্যান্ড। বাংলাদেশ দলের উপর প্রত্যাশাটা থাকছে তাই অনেক। এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, ‘প্রত্যাশা সব সময়ই থাকবে। প্রত্যাশার জায়গা এভাবেই তৈরি হয়েছে। আমরা যখন হোম কন্ডিশনে খেলি যেকোনো দলের সঙ্গেই অনেক প্রতিদ্বন্দ্বিতা থাকে। আমরা চেষ্টা করি আমাদের কন্ডিশন কাজে লাগিয়ে নিজেদের পক্ষে ফলাফলটা আনতে। একটা জিনিসই মনে করি প্রতিটা সুযোগই লুফে নেয়া গুরুত্বপূর্ণ। আর সেটা ব্যক্তিগত এবং দল হিসেবেও।’

ঘরের মাঠে বাংলাদেশ ভালো দল। সেটা যেকোন ফরম্যাটে। নিজেদের মান রাখতে তাই সচেষ্ট মাহমুদউল্লাহ, ‘এটা খুব ভালো সুযোগ দল হিসেবে। আমরা যেন আমাদের মানটা রাখতে পারি। আমরা সব সময় বলি ঘরের মাঠে আমরা খুব ভালো একটা দল। সেটা প্রমাণ করার আমাদের তাগিদ আছে। ইনশাল্লাহ আমরা সেই চেষ্টাই করবো।’