- ২৪ ডেস্ক
ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া। রোববার (১৮ মে) সকালে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে ওঠার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলার আসামি নুসরাত ফারিয়া।
মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং সরকারপন্থি প্রচারে সক্রিয় ভূমিকা রাখাসহ আওয়ামী লীগের আর্থিক জোগানদাতা হিসেবে তার সম্পৃক্ততা ছিল। আন্দোলন চলাকালে সহিংসতা ও প্রাণনাশের প্রচেষ্টায় মদদ দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, আন্তর্জাতিক গন্তব্যে ভ্রমণের সময় তথ্য যাচাই করতে গিয়েই অভিনেত্রীর নামে মামলার তথ্য উঠে আসে। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।
পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নুসরাত ফারিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে উপস্থাপন করা হবে।
নুসরাত ফারিয়া বাংলাদেশের পাশাপাশি কলকাতার সিনেমাতেও জনপ্রিয়তা অভিনেত্রী ।