today-is-a-good-day

র‌্যাব কিছু ‘উল্টাপাল্টা’ করেছে, অস্বীকারের সুযোগ নেই: পররাষ্ট্রমন্ত্রী

The Daily Samakal

কূটনৈতিক প্রতিবেদক

 ১৮ জানুয়ারি ২৩

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি

যুক্তরাষ্ট্র্রের পররাষ্ট্র্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর সফরে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা প্রসঙ্গে গতকাল মঙ্গলবার তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ডোনাল্ড লু এসেছিলেন দুই দেশের সম্পর্ক আরও উন্নতি করার লক্ষ্যে। আমরাও বলেছি, আমাদের কিছু দুর্বলতা আছে। তিনিও স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রে তাঁদের অনেক দুর্বলতা আছে, সুতরাং আমরা একই রকম অবস্থানে। ডোনাল্ড লুর সঙ্গে খুব ভালো, ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন চাচ্ছেন আগামী ৫০ বছরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যেন অত্যন্ত উন্নত হয়। আমাদের অর্থনীতিও শক্তিশালী হচ্ছে। তাই তাঁরা চান, আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে। তাঁরা গণতন্ত্র চান, আমরাও চাই। আমরা গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছি। তাঁরা মানবাধিকার চান, আমরাও চাই।

দুই দেশের সম্পর্ক উন্নয়নে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের ভূমিকায় সন্তুষ্টি প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি অর্থনৈতিক বিষয়ে বিশেষজ্ঞ। আমরা অর্থনৈতিক মুক্তি চাই। এ ক্ষেত্রে তিনি খুব ভালো ভূমিকা রাখতে পারেন।