র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশকে টপকে গেল আফগানরা

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশকে পেছনে ফেলেছে আফগানিস্তান

বাংলাদেশ ওয়ানডেটাই সবচেয়ে ভালো খেলে—কিছুদিন আগেও এই কথাটা মেনে নিতেন সবাই। বাংলাদেশের ক্রিকেটে গর্ব করার মতো অর্জনগুলো তো ৫০ ওভারের ক্রিকেটেই পাওয়া। সেই অবস্থা বোধ হয় পাল্টাতে শুরু করল। বাংলাদেশ যে এখন এই সংস্করণেও ভালো করছে না। যার সর্বশেষ উদাহরণ আফগানিস্তানের কাছে সিরিজ হার। সেই হারের পর আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও আফগানদের পেছনে পড়ে গেছে বাংলাদেশ।

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ শেষ হতেই র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। সেখানে জায়গা বদল করেছে বাংলাদেশ ও আফগানিস্তান। আফগানরা ৯ থেকে উঠে এসেছে ৮–এ, বাংলাদেশ ৮ থেকে নেমে গেছে ৯–এ। অথচ ২০২২ সালে বাংলাদেশে আফগানিস্তান ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল তিন ধাপ পিছিয়ে থেকে।

সিরিজ শুরুর আগে ৮৬ রেটিং পয়েন্ট ছিল বাংলাদেশের। আফগানদের ছিল ৮৪। তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানে জয়ের পরে আফগানদের পয়েন্ট এখন ৮৫। বাংলাদেশেরও পয়েন্ট ৮৫, তবে ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে পড়ে নাজমুলরা এখন ৯–এ।

অথচ এ বছরের মে মাসেও বাংলাদেশের চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে ছিল আফগানিস্তান। কিন্তু আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে টানা তিনটি সিরিজ জিতে বাংলাদেশকে টপকে গেল আফগানরা।

আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিং (শীর্ষ ১০)

ক্রম দল রেটিং
১ (-) ভারত ১১৮
২ (-) অস্ট্রেলিয়া ১১৩
৩ (-) পাকিস্তান ১০৯
৪ (-) দক্ষিণ আফ্রিকা ১০৬
৫ (-) নিউজিল্যান্ড ১০১
৬ (-) শ্রীলঙ্কা ৯৬
৭ (-) ইংল্যান্ড ৯২
৮ (+১) আফগানিস্তান ৮৫
৯ (-১) বাংলাদেশ ৮৫
১০ (-) ওয়েস্ট ইন্ডিজ ৭৫

 

prothom alo

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here