- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ সেপ্টেম্বর ২০২২, ১৭:০৯
ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করে তাকে কিংবদন্তি হিসেবে আখ্যায়িত করেছেন।
তিনি বলেন, ‘তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ব্রিটেনের কিংবদন্তি রানী ও রাজকীয় প্রশাসক ছিলেন।’
শুক্রবার জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহিলা দলের নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রানীর শাসনামলে সারাবিশ্বে গণতন্ত্রকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে তার অবদানের কথা পুনর্ব্যক্ত করেন মির্জা ফখরুল।
তিনি আরো বলেন, ‘ব্রিটেনে রানী দ্বিতীয় এলিজাবেথের দীর্ঘ শাসনামলে ব্রিটেনে গণতন্ত্রের উন্নয়ন ও নিরাপত্তা আমরা দেখেছি এবং এর আলো সারাবিশ্বের গণতান্ত্রিক ও রাজনৈতিক অঙ্গনে ছড়িয়েছে।’
তিনি রানীর আত্মার শান্তি কামনা করেন ও রাজপরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
রানী দ্বিতীয় এলিজাবেথ যুক্তরাজ্যের দীর্ঘতম শাসক ছিলেন। বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ৯৬ বছর বয়সে তিনি মারা যান। এর মধ্যদিয়ে তার ৭০ বছরের শাসনামলের অবসান হয়।
সূত্র : ইউএনবি