এপ্রিল মাসে প্রবাসী আয়ের পাশাপাশি রপ্তানি আয়েও ধস নেমেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশ করা প্রতিবেদনে দেখা যায়, গত বছরের এপ্রিলের তুলনায় চলতি বছরের এপ্রিল মাসে রপ্তানি আয় কমেছে ১৬ দশমিক ৫২ শতাংশ।
অর্থনীতিবিদ ও রপ্তানিকারকদের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনীতির গতি কমে যাওয়ায় রপ্তানি আয়ে ছেদ পড়েছে। বিশেষজ্ঞদের মতে, ইউক্রেন যুদ্ধ এক বছর পার করলেও বিশ্বের বড় অর্থনীতির দেশ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা অর্থনৈতিক জোট ইউরোপিয়ান ইউনিয়নের অর্থনীতি যে গতিতে ঘুরে দাঁড়ানোর কথা—সেটা না হওয়ায় আমাদের রপ্তানি আয়ে নেতিবাচক প্রভাব পড়েছে।
ইপিবি তথ্যে দেখা যায়, চলতি বছরের এপ্রিল মাসে বাংলাদেশের রপ্তানিকারকেরা বিদেশে পণ্য রপ্তানি করেছে ৩৯৫ কোটি ৬০ লাখ ডলারের। কিন্তু গত বছরের একই সময়ে মোট রপ্তানির পরিমাণ ছিল ৪৭৩ কোটি ৮৬ লাখ ডলার। গত বছরের তুলনায় এই বছর এপ্রিলে রপ্তানি আয় কমেছে ৭৮ কোটি ২৬ লাখ ৭০ হাজার ডলার।
এপ্রিল মাসের জন্য সরকার রপ্তানি আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, সেটাও পূরণ হয়নি। ইপিবির প্রকাশ করা তথ্যে দেখা যায়, চলতি বছরের এপ্রিল মাসে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৫০ মিলিয়ন বা ৫০৫ কোটি ডলার। কিন্তু লক্ষ্যমাত্রার বিপরীতে পণ্য রপ্তানি হয়েছে ৩ হাজার ৯৫৬ মিলিয়ন বা ৩৯৫ কোটি ৬০ লাখ ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ২১ দশমিক ৬৭ শতাংশ কম।
বিশ্বব্যাংকের বাংলাদেশ আবাসিক মিশনের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেনের মতে, ‘এই সময়ে যে রপ্তানি আয়ে ধাক্কা আসবে, সেটা অনুমিতই ছিল। কারণ হিসেবে তিনি বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি টালমাটাল সময়ের মধ্যে যাচ্ছিল। তবে ধারণা করা হচ্ছিল যে যুদ্ধের তেজ কমে আসার সঙ্গে সঙ্গে বড় অর্থনীতির দেশ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো ঘুরে দাঁড়াবে। এই দেশগুলোর অর্থনীতি আগের তুলনায় ভালো করলেও এখনো প্রত্যাশিত মাত্রায় পৌঁছতে পারেনি। তাদের অর্থনীতির গতির ওপর নির্ভর করে আমাদের রপ্তানি আয়।’
ড. জাহিদ হোসেন আরও বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের ভোক্তারা এখনো অর্থনৈতিকভাবে চাপে আছে। অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে তারা এখন নন-ফুড আইটেম যেমন কাপড়চোপড়ের পাশাপাশি বিলাসী পণ্যের পেছনে পয়সা খরচ কমিয়ে দিয়েছে। যার কারণে আমাদের তৈরি পোশাক খাতে যে প্রবৃদ্ধি হওয়ার কথা, সেটা হয়নি। যার প্রভাব পড়েছে আমাদের সামগ্রিক রপ্তানি আয়ে।’
খাতওয়ারি তথ্যে দেখে গেছে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে তৈরি পোশাক, প্লাস্টিক পণ্য ও চামড়াবিহীন জুতা থেকে রপ্তানি ইতিবাচক ধারায় থাকলেও চামড়া ও চামড়াজাত পণ্য, হিমায়িত খাদ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল ও প্রকৌশল পণ্য থেকে আয় নেতিবাচক।
বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল মাসে ৩ হাজার ৮৫৭ কোটি ৭৫ লাখ ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই খাতে প্রবৃদ্ধি হয়েছে গত বছরের একই সময়ের তুলনায় ৯ শতাংশের বেশি। তবে তৈরি পোশাকের উপখাত হোম টেক্সটাইলে গত বছরের তুলনায় এই বছর নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে ২৯ দশমিক ৩৪ শতাংশ। গত পাঁচ মাস ধরে বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় খাতে হোম টেক্সটাইলে নেতিবাচক প্রবৃদ্ধির ধারা অব্যাহত আছে।
তৈরি পোশাক রপ্তানিকারকদের মতে, পোশাক রপ্তানি এখনো ইতিবাচক থাকলেও বাস্তবে পণ্যের ক্রয়াদেশ কমেছে। তবে রপ্তানিকারকেরা আগের চেয়ে বেশি উচ্চমূল্যের পণ্যের ক্রয়াদেশ পাওয়ায় সামগ্রিক রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি দেখাচ্ছে।
বিজিএমইএর সভাপতি ফারুক হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা গত পাঁচ-ছয় মাস ধরে তৈরি পোশাকে নেতিবাচক ক্রয়াদেশ লক্ষ করছি। আমাদের প্রধান রপ্তানি গন্তব্যে এখনো ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের রেশ থেকে যাওয়ায় ভোক্তারা কম পোশাক ক্রয় করছে। যার কারণে ক্রয়াদেশ কমেছে প্রায় ২৫-৩০ শতাংশ। তবে গত এক বছর ধরে তৈরি পোশাকের ব্র্যান্ডিং নিয়ে কাজ করায় আমাদের দেশে এখন আগের চেয়ে উচ্চমূল্যের পণ্যের অর্ডার বেশি আসছে। যেই কারণে তৈরি পোশাকরে রপ্তানি আয় এখনো কিছুটা ইতিবাচক।’
বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি ইতিবাচক ধারায় ছিল। এপ্রিল মাস শেষে এই খাতের রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় দশমিক ৫২ শতাংশ কমে; এই খাত থেকে আয় হয়েছে ১০০ কোটি ডলার।
অর্থনীতির বিশ্লেষক ড. জাহিদ হোসেন বলেন, ‘বিশ্ব অর্থনীতি ইউক্রেন যুদ্ধের পূর্বের অবস্থায় ফিরতে ২০২৩ সালের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই জন্য আমাদের রপ্তানিকারকদের আগের তুলনায় আরও বেশি পরিবেশবান্ধব টেকসই পণ্য রপ্তানিতে মনোযোগ দিতে হবে।’