ঢাকা
আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই ২৯ জানুয়ারির মধ্যে করতে হতে হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেছেন, সেটা না হলে একটি সাংবিধানিক শূন্যতা তৈরি হতে পারে। নির্বাচন কমিশন সেটা হতে দিতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি।
আজ সোমবার নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. আলমগীর এসব কথা বলেন।
মো. আলমগীর বলেছেন, ‘সংবিধান অনুযায়ী জানুয়ারির ২৯ তারিখের মধ্যে নির্বাচন হতে হবে। এটি যেভাবেই হোক না কেন নির্বাচন হতে হবে। কারণ, তা না হলে একটি সাংবিধানিক বিরতি (শূন্যতা) তৈরি হবে। সেই বিরতি তৈরি হলে দেশে একটা অরাজকতার পরিস্থিতি সৃষ্টি হবে। সেটি তো নির্বাচন কমিশন হতে দিতে পারে না।’
এই নির্বাচন কমিশনার আরও বলেন, তাঁরা সরকারি বা কোনো প্রতিষ্ঠানের কর্মচারী নন। তাঁরা সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন। সেই শপথ তাঁদের পূরণ করতে হবে।
বিদেশি পর্যবেক্ষকের বিষয়ে এক প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, ইউরোপীয় ইউনিয়ন একটি সংস্থা। পৃথিবীতে আরও অনেক দেশ আছে। ইউরোপে অনেক দেশ আছে, এশিয়া, অস্ট্রেলিয়ায় অনেক দেশ আছে, সার্কভুক্ত দেশে আছে। এসব দেশ থেকে পর্যবেক্ষক আসতে পারেন।
এই নির্বাচন কমিশনার আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে বলেছে পূর্ণাঙ্গ না, ছোট পরিসরে আসতে পারে। পরবর্তী সময়ে হয়তো তারা মনেও করতে পারে, বড় পরিসরে আসবে। এটি তো চূড়ান্ত কোনো কথা নয়।
মো. আলমগীর বলেন, শিগগির আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য সার্কভুক্ত দেশগুলোকে আমন্ত্রণ জানানো হবে।