যার শুরু আছে, তার শেষও আছে : মাহমুদউল্লাহকে নিয়ে বিসিবির এক কর্তা

  • নয়া দিগন্ত অনলাইন
  •  ১৮ আগস্ট ২০২৩, ১৭:৩৫
যার শুরু আছে, তার শেষও আছে : মাহমুদউল্লাহকে নিয়ে বিসিবির এক কর্তা – ছবি : সংগৃহীত

এশিয়া কাপের দলে ঠাঁই হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের, শঙ্কা আছে বিশ্বকাপ নিয়েও। তার এমন বাদ পড়া নিয়ে ক্রিকেটাঙ্গনে বইছে তুমুল আলোচনা। তাকে দলে ফেরানোর দাবিতে রাজপথেও নেমেছেন ভক্ত-সমর্থকেরা। তবে এই নিয়ে মাথা ঘামাচ্ছে না বিসিবি। তাদের দাবি, দল নির্বাচনের সব প্রক্রিয়া মেনেই বাদ পড়েছেন মাহমুদউল্লাহ।

শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। মাহমুদউল্লাহর দলে না থাকা ইস্যুতে এই কর্তা হাঁটলেন বাস্তবতা মেনে। বললেন, ‘তার বাদ পড়াটা আলোচনায় আসার বিষয়ই না। কারণ যার একটা শুরু আছে, তার একটা সময় শেষও আছে। এটা মেনে নিতে হবে।’

টিটু আরো বলেন, ‘আমাদের ক্রিকেট জিরো লেভেল থেকে একদম টপ লেভেল পর্যন্ত একটা প্রসেসের মধ্যে চলে। সেই প্রসেসের ওপরই সব কিছু নির্ধারণ করা হয়। যা রিয়াদের ক্ষেত্রেও হয়েছে। প্রত্যেকেই একটা সময়ে এসে জাতীয় দলে অন্তর্ভুক্ত হয়, একটা সময় আবার বাদ পড়ে। এটা একটা প্রসেসের মধ্য দিয়েই চলে। এটাও তার একটা অংশ।’

শুধু এশিয়া কাপ কিংবা বিশ্বকাপ নয়, রিয়াদ বাদ পড়েছেন ওয়ানডে দল থেকেই। শেষ তিনটা সিরিজেও ছিলেন না দলে। টেস্ট আর টি-টোয়েন্টিতে তো আগে থেকেই নেই, এমতাবস্থায় দ্রুত ওয়ানডে দলে ফিরতে না পারলে বাদ পড়তে পারেন পরবর্তী কেন্দ্রীয় চুক্তি থেকেও। শেষ হয়ে যেতে পারে তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারও।

এই সম্পর্কেও টিটু হাঁটছেন নিয়ম মেনে। বলেন, ‘যে নিয়ম ক্রিকেট বোর্ডের আছে, ক্রিকেট বোর্ড সে নিয়মেই যাবে। যেটা নিয়মে আছে ক্রিকেট বোর্ডের, সেভাবেই সবকিছু হবে। কোনো ক্রিকেটার যদি এক বছর দলের বাইরে থাকে, এমতাবস্থায় তার চুক্তি ছয় মাস শেষ হলে নবায়ন না করার নিয়ম যদি থেকে থাকে সেভাবে চলবে।’

‘তবে আমি এভাবে বলতে চাই- হয়তো আপনি একটা দায়িত্বে আছেন, আপনি যদি এই দায়িত্বে না থাকেন অন্য একজন আসেন, তাহলে কতদিন চুক্তি নবায়ন করবে?’

এরই মাঝে শোনা যাচ্ছে- এশিয়া কাপের দলে ঠাঁই না পাওয়া ৮ ক্রিকেটারকে নিয়ে বিশেষ অনুশীলন ক্যাম্প করতে যাচ্ছে বিসিবি। বিশ্বকাপে ইনজুরি বা অন্য কোনো ঘটনায় কেউ ছিটকে গেলে তার বিকল্প হিসেবেই এদের প্রস্তুত করে রাখতে চাইছে বিসিবি। যেই তালিকায় আছেন মাহমুদউল্লাহ রিয়াদও।

এই সম্পর্কেও অবশ্য খোলামেলা কিছু বলেননি মিডিয়া কমিটির চেয়ারম্যান। বললেন, বিশ্বকাপে বা তার আগে যদি এরকম মনে করে টিম ম্যানেজম্যান্ট, বা একটা প্লেয়ার যদি ইনজুরড হয়, তার জায়গায় স্থলাভিষিক্ত হবার জন্য যদি রিয়াদকে রাখা দরকার হয়, তখন হয়তো অবশ্যই তাকে রাখবে।’