যাত্রী ছাউনিতে পড়ে ছিল নারীর লাশ, আতঙ্কে কাছে যায়নি কেউ

  • প্রকাশিত মে ৯, ২০২০   Dhaka Tribune
লাশ

প্রতীকী ছবি

নেক সময় ধরে সেখানে মরদেহটি পড়ে থাকলেও করোনাভাইরাসের আতঙ্কে এগিয়ে যায়নি কেউ

রাজবাড়ী সদর উপজেলায় একটি যাত্রী ছাউনিতে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এরপর অনেক সময় ধরে সেখানে মরদেহটি পড়ে থাকলেও করোনাভাইরাসের আতঙ্কে এগিয়ে যায়নি কেউ। শনিবার (৯ মে) বিকেল ৩টার দিকে উপজেলার বসন্তপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

যাত্রী ছাউনি সংলগ্ন দোকানি লালন বিশ্বাস বলেন, তিন-চারদিন আগে অজ্ঞাতপরিচয় ওই নারী যাত্রী ছাউনিতে আসেন। এরপর থেকে তিনি শুধু সেখানে শুয়ে থাকতেন। শনিবার বিকেল দেখতে যায় ওই নারী আর নড়াচড়া করছেন না। তখন সবাই বুঝতে পারে, তিনি আর বেঁচে নেই। তবে করোনাভাইরাসের ভয়ে লাশটির কাছে কেউ যায়নি।

বসন্তপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার এস্কেন্দার আলী খান জানান, “আমি একজন গ্রাম পুলিশকে সঙ্গে নিয়ে দূরে বসে লাশটি পাহারা দেই। সবার মধ্যেই করোনাভাইরাসের একটি আতঙ্ক কাজ করছে। যে কারণে লাশটির কাছে যাওয়া যাচ্ছে না।”

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, থানা থেকে লাশটির কাছে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

1 COMMENT

Comments are closed.