- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ মে ২০২২
বেশ কিছুদিন আগেই নিলামে উঠেছিল ফটবল জাদুকর ম্যারাডোনার বিখ্যাত সেই ‘হ্যান্ড অব গড’ জার্সি। বিক্রিও হলো ৭১ লাখ পাউন্ডের বেশি মূল্যে। বাংলাদেশী টাকায় যার দাম প্রায় ৭৭ কোটি টাকা।
১৯৮৬’র বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে বিতর্কিত গোলটি করেছিলেন আর্জেন্টিনার সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক দিয়াগো ম্যারাডোনা। ইংরেজদের দাবি মাথা দিয়ে নয়, হাত দিয়ে গোল করেছিলেন ম্যারাডোনা। কিন্তু রেফারি সেকথায় কান দেননি। যে গোল সম্পর্কে ম্যারাডোনা নিজেই পরে বলেছিলেন, এটি ছিল ‘হ্যান্ড অব গড’।
লাখ লাখ ইংলিশম্যানের হৃদয় ভেঙে দেয়া বিশ্বকাপের সেই ম্যাচ যে জার্সি পরে খেলেছিলেন ম্যারাডোনা, সেটিকেই ওঠানো হয় নিলামে। ম্যারাডোনার সেই বিখ্যাত জার্সির দাম উঠেছে ৭১ লাখ পাউন্ডের বেশী যা বাংলাদেশী টাকায় প্রায় ৭৭ কোটি টাকা।
জার্সিটি গত ৩৫ বছর ধরে ছিল ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার স্টিভ হজের কাছে। ম্যাচের পর ম্যারাডোনা জার্সি বিনিময় করেছিলেন এই হজের সাথে। ফলে হজের কাছেই ছিল জার্সিটি। পরে তার কাছ থেকে জার্সিটি নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড নিজেদের ফুটবল সংগ্রহশালায় রেখেছিল দু’দশক।
এ বছরের শুরুর দিকে ৫৯ বছর বয়সী হজ জার্সিটি বিক্রির সিদ্ধান্ত নেন। লন্ডনের একটি নিলাম সংস্থাকে ম্যারাডোনার ওই জার্সিটি বিক্রির দায়িত্ব দেন তিনি। গত ২০ এপ্রিল থেকে জার্সির নিলাম শুরু হয় অনলাইনে। চলে ৪ মে পর্যন্ত।
সূত্র : আনন্দবাজার