- নয়া দিগন্ত অনলাইন
- ০১ নভেম্বর ২০২২, ১৮:২৩
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে শুধুমাত্র দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচজন বিশেষজ্ঞ বোলার ছিলো বাংলাদেশ একাদশে। বাকি দুই ম্যাচে নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বিপক্ষে মোসাদ্দেক ও সৌম্য সরকারকে পঞ্চম বোলারের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
বাংলাদেশ একাদশে পঞ্চম বোলার এর ঘাটতির ব্যাপারে অনেক আলোচনা-সমালোচনা হচ্ছে। জিম্বাবুয়ে ম্যাচের পর বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনও জানান ব্যক্তিগতভাবে তিনিও একাদশে একজন বিশেষজ্ঞ বোলারের অন্তর্ভুক্তি চান। নেদারল্যান্ডস এবং জিম্বাবুয়ের বিপক্ষে উভয় ম্যাচেই একাদশে একজন স্পেশালিষ্ট বোলারের ঘাটতি পরিলক্ষিত হয়। নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ ওভার করেন পার্ট টাইম বোলার সৌম্য সরকার, জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওভার করেন মোসাদ্দেক হোসেন সৈকত।
তবে মোসাদ্দেককে বাংলাদেশ দলের পঞ্চম বোলার হিসেবেই দেখছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তাকে ওকেশনাল বোলার মানতে নারাজ সাকিব। তিনি বললেন, ‘দেখুন ঘাটতি থাকলে আমরা ২০ ওভার করতে পারতাম না। মোসাদ্দেক জিম্বাবুয়ের বিপক্ষে এই বছর একটি ম্যাচে ৫ উইকেট পেয়েছে। টি-টোয়েন্টিতে ৫ উইকেট পাওয়া খুবই বিরল ঘটনা। তাকে যদি আপনি অকেশনাল (অনিয়মিত) বোলার হিসেবে মনে করেন আমি বলবো যে সেটা ভুল।’
ভারতের বিপক্ষেও মোসাদ্দেক এর কাঁধে পঞ্চম বোলার এর দায়িত্ব থাকবে কিনা, সেটি পরিষ্কারভাবে না বললেও সাকিব মোসাদ্দেকের বোলিংয়ের ব্যাপারে আরো বলেন, ‘মোসাদ্দেক হয়তো আরো ভালো বোলিং করতে পারে, ওকে আমরা সেভাবে বিবেচনা করিনি। আপনি যদি ঘরোয়া ক্রিকেট দেখেন, সেখানে কিন্তু সে টি-টোয়েটিতে চার ওভার বল করে থাকে।’