মেসি ও রোনালদো: ২০২৪ সাল কার বেশি ভালো কাটছে

মেসি ও রোনালদো

প্রায় ১৫ বছরেরও বেশি সময় আগে শুরু হওয়া বিতর্কটা এখনো শেষ হয়নি। কে সেরা—লিওনেল মেসি না ক্রিস্টিয়ানো রোনালদো?

সেরার এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা হয় দুই কিংবদন্তির খেলা, পারফরম্যান্স, ট্রফিসংখ্যা। বিশেষ করে পারফরম্যান্স নিয়েই কাটাছেঁড়া চলে সবচেয়ে বেশি। মৌসুমের পারফরম্যান্স—এর মধ্যে আবার আলাদা করা হয় ক্লাব ও জাতীয় দল। গোটা বছরের পারফরম্যান্সও দেখা হয়। তা ২০২৪ সালে কেমন করলেন মেসি ও রোনালদো?

ইন্টার মায়ামির হয়ে এ বছর সাপোর্টার শিল্ড জিতেছেন মেসি। কিন্তু মেজর লিগ সকারে প্লে–অফ পর্বের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেওয়ায় শেষ হয়ে গেছে মায়ামির মৌসুম। অর্থাৎ শিরোপা জিতলেও এ মৌসুম বেশ আক্ষেপ নিয়েই শেষ হয়েছে মেসির।

অন্যদিকে রোনালদো সৌদি প্রো লিগের এ মৌসুমে গোল পাচ্ছেন ভালোই। ৯ ম্যাচে করেছেন ৬ গোল। তবে ব্যর্থতাও আছে। কিংস কাপে শেষ ষোলোয় তাঁর পেনাল্টি মিসে হেরে বাদ পড়েছে আল নাসর। কিন্তু এটা পুরো বছরের হিসাব নয়। আসুন দেখে নিই মেসি–রোনালদোর ২০২৪ সাল যেমন কাটছে।

লিওনেল মেসি

জাতীয় দলের হয়ে মেসির বছর এখনো শেষ হয়নি। বিশ্বকাপ বাছাইয়ে আগামীকাল বাংলাদেশ সময় ভোরে মাঠে নামবেন পেরুর বিপক্ষে। তবে ক্লাব পর্যায়ে মেসির বছর শেষ হয়েছে আগেই।

এমনিতে নিয়মিত মৌসুমটা দারুণ কেটেছে তাঁর। ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট টেবিলের শীর্ষে তুলেছেন মায়ামিকে। কিন্তু প্লে–অফের প্রথম পর্বে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ৩–২ গোলের হারে মেজর লিগ সকারে (এমএলএস) অলিখিত এই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় মেসির দল।

২০২৪ সালে এক নজরে মেসি
ম্যাচ: ৩৫
গোল: ২৯ (ম্যাচপ্রতি গড়ে ০.৮৫ গোল)
অ্যাসিস্ট: ১৭

 

গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনাল জয়ের ম্যাচে চোট পাওয়ায় মৌসুমের বেশ বড় একটা অংশ মাঠের বাইরেও ছিলেন মেসি। তারপরও এ বছর মায়ামির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ ম্যাচে মেসির ২৩ গোল ও ১৩ অ্যাসিস্টকে (গোল বানানো) খারাপ পারফরম্যান্স বলার সুযোগ নেই।

এ বছর মেসি কোপা আমেরিকা শিরোপার দেখাও পেয়েছেন আর্জেন্টিনার হয়ে। তবে তার আগের (২০২১ কোপায় করেছিলেন ৪ গোল) কোপা আমেরিকার মতো এবার গোলের দেখা পাননি মেসি। এবার ১ গোল করেছেন। জাতীয় দলের হয়ে মেসি এ বছর ১০ ম্যাচে করেছেন ৬ গোল। গোল বানিয়েছেন ৪টি। প্রতি ৯৭ মিনিট পর একটি করে গোল করেছেন মেসি। গোল বানিয়েছেন প্রতি ৬১ মিনিট পর।

ক্রিস্টিয়ানো রোনালদো

জাতীয় দল পর্তুগালের হয়ে এ বছর আর ম্যাচ নেই রোনালদোর। কিন্তু সৌদি প্রো লিগের মৌসুম এখন মাঝপথে। রোনালদোর ক্লাব আল নাসর এরই মধ্যে কিংস কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে। আল তাউয়ুনের বিপক্ষে ১–০ গোলে হারের সেই ম্যাচের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে পেনাল্টি মিস করেন তিনি।

২০২৪ সালে একনজরে রোনালদো
ম্যাচ: ৪৭
গোল: ৩৭ (ম্যাচপ্রতি গড়ে ০.৭৮ গোল)
অ্যাসিস্ট: ৭

আল নাসরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এ বছর ৩৫ ম্যাচে ৩০ গোল করেছেন রোনালদো। গোল বানিয়েছেন ৫টি। জাতীয় দলের হয়ে ১২ ম্যাচে করেছেন ৭ গোল, বানিয়েছেন ২টি। প্রতি ১১০ মিনিট পর একটি করে গোল করেছেন রোনালদো। প্রতি ৯৩ মিনিট পর একটি করে গোল করেছেন।

prothom alo

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here