
কাতার বিশ্বকাপে দুর্দান্ত ফুটবল খেলে চমক দেখিয়েছিল মরক্কো। কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছিল তারা। তবে ফাইনালে না উঠতে পারলেও চতুর্থ হয়ে টুর্নামেন্ট শেষ করেছিল হাকিমিরা। বিশ্বকাপের মতো অলিম্পিকেও চমক দেখিয়েছে তারা। মিশরকে ৬-০ গোলে উড়িয়ে প্যারিস অলিম্পিকে ছেলেদের ফুটবলে ব্রোঞ্জ জিতেছে মরক্কো।
নঁতেয় অনুষ্ঠিত এই ম্যাচে জোড়া গোলের মাধ্যমে প্যারিস অলিম্পিকে সুফিয়ান হাকিমির মোট গোলসংখ্যা হলো ৮। প্যারিস অলিম্পিকে এখন সুফিয়ানই সর্বোচ্চ গোলদাতা। আশরাফ হাকিমি, আবদে এজ্জালজৌলি, বিলাল এল খান্নুউস ও আকরাম নাকাচ মরক্কোর হয়ে একটি করে গোল করেন।
বিরতির পর আরও চার গোল হজম করতে হয়েছে মিশরকে। ৫১ মিনিটে মরক্কোর হয়ে তৃতীয় গোলটি করেন বিলাল। ৬৪ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন সুফিয়ান। ৭৩ মিনিটে পঞ্চম গোলটি করেন আকরাম। ৮৭ মিনিটে ষষ্ঠ গোলটি করেন হাকিমি।








