- নয়া দিগন্ত অনলাইন
- ০২ সেপ্টেম্বর ২০২১
মন্থর উইকেট। যা টি টোয়েন্টি ক্রিকেটের জন্য আদর্শ না। হয়তো বড় বড় দলগুলোর বিরুদ্ধে এই উইকেটে আসছে জয়, কিন্তু তা আসন্ন বিশ্বকাপের জন্য আদর্শ প্রস্তুতি হচ্ছে না। মিরপুরের উইকেট নিয়ে তাই কথা হচ্ছে বেশ। সবার সঙ্গে একমত বিসিবির পরিচালক আকরাম খানও। তবে তার দাবি, আবহাওয়ার কারণে স্পোর্টিং উইকেট করা সম্ভব হচ্ছে না।
বৃহস্পতিবার মিরপুরে এ প্রসঙ্গে আকরাম খান বলেন, ‘প্রথমেই একটা জিনিস বলি- উইকেট খারাপ হলে তা দুই দলের জন্যই ছিল। শুধু নিউজিল্যান্ডের জন্য খারাপ ছিল তা না। আমাদের খেলোয়াড়রাও কষ্ট করে রান করেছে। উইকেট যেমনই হোক দুই দলের জন্যই তো সমান থাকছে। আরেকটা ব্যাপার হল- হ্যাঁ, এখনকার আবহাওয়ার কারণে উইকেট শুকানো যাচ্ছে না। উইকেটে কভার দিয়ে রেখেছি। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। জানুয়ারি-ফেব্রুয়ারিতে যেমন উইকেট পাই, বছরের এই সময়ে এমন উইকেট পাই না। এখন ভালো উইকেট আশা করা কঠিন। উইকেট আরও ভালো করার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। আমরা বলেছি- উইকেট আরও একটু ভালো করা গেলে প্রস্তুতি আরও ভালো হবে।’
একই মাঠে খেলা, এটাও সমস্যা। দুই ভেন্যুতে হলে পরিবর্তন আসতো। কিন্তু নিউজিল্যান্ড চেয়েছে একই মাঠে খেলতে। আকরাম খান বলেন, ‘আরও সমস্যা হচ্ছে একই মাঠে খেলায়। আমরা চেয়েছিলাম দুইটা ভেন্যুতে যাতে খেলা হয়। ওরাই চেয়েছে একটা ভেন্যুতে খেলতে। ওরা এখানেই খেলবে, এখানের বাইরে যাবে না। কিছু দিন আগে অস্ট্রেলিয়া খেলে গেছে, এখন নিউজিল্যান্ড খেলছে। উইকেটেরও তো বিশ্রামের প্রয়োজন আছে। সবকিছু বিবেচনায় রাখতে হবে। আমরা অনুরোধ করেছি আরও ভালো উইকেট রাখার।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ প্রসঙ্গে আকরাম খান বলেন, ‘আমরা ৪ অক্টোবর ওমানে চলে যাব। সেখানে ট্রেনিং করব। ওমান থেকে দুবাইয়ে এসে প্রস্তুতি ম্যাচ খেলবো। সবকিছু ঠিক আছে। একটি দল শ্রীলঙ্কা। আরেকটি দল দেখতে হবে। দুইটা প্রস্তুতি ম্যাচ আমরা খেলছি। আইসিসির সূচি অনুযায়ীই।’