‘আমার বয়স ৭৫ বছর। স্বাধীনতা যুদ্ধ নিজের চোখে দেখেছি। সবগুলো নির্বাচনে ভোট দিয়েছি। পাঁচ বছর অপেক্ষায় থাকি ভোট দেয়ার জন্য। মিছা কথা কমু না, আজকে দুইটা ভোট দিছি।’ কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বনকোট কেন্দ্রের সামনে থেকে কথাগুলো বলছিলেন তমিজউদ্দিন ভূঁইয়া নামের এক ভোটার। তিনি বনকোট এলাকার আলী আকবরের ছেলে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে একান্ত আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘দিন-রাতে ঘুম নেই। এই আসনের এমপি রাজী মোহাম্মদ ফখরুল আমাদের ভাতিজা। কখন তাকে ভোট দেবো, সেই টেনশনে ঘুম আসে না। ভোট দেয়ার পর শান্তি লাগছে।
আমার পরিবারে ৮ জন ভোটার। আমার স্ত্রীও ভোট দিয়ে গেছে। আমরা চাই, রাজী মোহাম্মদ ফখরুল ৩৫ হাজার ভোট বেশি পেয়ে জয়ী হোক।’
মানব জমিন