বৈঠকের বিষয়ে জানতে চাইলে মাহবুব উল আলম হানিফ প্রথম আলোকে বলেন, ‘আমাদের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের বাসায় নৈশভোজের দাওয়াত ছিল এটি। কোনো দাওয়াতে গেলে যেসব কথাবার্তা হয়, তা–ই হয়েছে। এর বেশি কিছু নয়।’
মাহবুব উল আলম হানিফ জানান, বৈঠকে পিটার হাসের সঙ্গে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করা, ব্যবসা–বাণিজ্য প্রসারসহ বিভিন্ন বিষয়ে আলাপ হয়। বৈঠকের পর তাঁরা একসঙ্গে রাতের খাবার খান।
হানিফ বলেন, ‘আমরা চট্টগ্রামের মিরসরাইয়ের ইপিজেডে মার্কিন বিনিয়োগের বিষয়ে কথা বলেছি। রাষ্ট্রদূত এসব বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। তবে বাংলাদেশে অনেক ক্ষেত্রে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা নিয়ে তিনি কথা বলেছেন। আমরা সব বিষয়ে সহযোগিতার কথা জানিয়েছি।’