মার্কিন ডেমোক্রেসি সামিটে আমন্ত্রণ না পাওয়া নিয়ে চিন্তিত নয় সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৩

দ্বিতীয়বারের মতো ডেমোক্রেসি সামিট আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পরে ২০২১ সালে প্রথমবারের মতো ডেমোক্রেসি সামিট আয়োজন করা হয়। এ বছর মার্চ ২৯-৩০ দ্বিতীয়বারের মতো এ সামিট অনুষ্ঠিত হবে। এবছর ১০০-এর বেশি দেশকে আমন্ত্রণ জানালেও গতবারের মতো এবারও বাংলাদেশকে এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি।

এবারও আমন্ত্রণ না পাওয়াকে বাংলাদেশ কীভাবে দেখছে জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, যুক্তরাষ্ট্র অনেকগুলো সামিট করছে। সামিটে আমন্ত্রণ জানালে গণতন্ত্র ভালো সে ধরনের কোনও ইঙ্গিত আমরা দেখছি না।

তিনি বলেন, ‘যেসব দেশকে আমন্ত্রণ জানানো হয়, সেগুলো কী বিবেচনায় আমন্ত্রণ দেওয়া হয় সেটি তারাই ভালো বলতে পারবে। এটি নিয়ে আমরা খুব বেশি চিন্তিত নই। গণতন্ত্র নিয়ে যদি আলোচনা হয়, তবে আমাদের অনেক ইতিবাচক দিক আছে এবং সেগুলো আমরা বলতে পারবো।’