২৬ মার্চ শুরু হচ্ছে এবারের আইপিএল। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের গত মৌসুমে ভারতে বসে দর্শক খেলা দেখার সুযোগ পাননি। ১৫তম মৌসুমে সে আক্ষেপ ফুরাচ্ছে। মাঠে বসেই খেলা দেখতে পারবেন ভক্তরা। এবার স্টেডিয়ামের মোট ধারণক্ষমতার এক-চতুর্থাংশ দর্শক পাচ্ছেন সে সুযোগ। তবে এর জন্যও একটা শর্ত পূরণ করতে হবে, তাঁদের সবার থাকতে হবে টিকা সনদ। আনুষ্ঠানিক এক বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ এ কথা জানায়।

২৬ মার্চ মুম্বাই ইন্ডিয়ানস ও পুনে সুপার জায়ান্টসের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আইপিএল। ১০ দলের এ টুর্নামেন্টে চারটি ভেন্যুতে মোট ৭০টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার তিনটি ভেন্যুই মহারাষ্ট্রের ভেতরে। মে মাসের শেষ দিকে হবে এবারের আইপিএলের ফাইনাল।
মহারাষ্ট্র সরকার কাল এক বিবৃতিতে জানায়, ‘করোনা সংক্রমণ কিছুটা কমে যাওয়ায় আইপিএলে ২৫ শতাংশ দর্শক মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবে। শুধু তারাই মাঠে ঢুকতে পারবে, যাদের দুই ডোজ টিকা নেওয়া আছে।’ ভারতে দুই ডোজ টিকা নিলেই শুধু তাঁকে ভ্যাকসিনেটেড হিসেবে বিবেচিত করা হয়। এ বছরের শুরুতে অমিক্রন ধরনের কারণে সংক্রমণ দ্রুত বেড়ে গিয়েছিল। তবে ১৪০ কোটি মানুষের দেশটিতে এখন সংক্রমণ কমে এসেছে।

ভারতে এখন পর্যন্ত ৪ কোটি ৩০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। বিশ্বে যুক্তরাষ্ট্রের পর ভারতেই সবচেয়ে বেশি করোনা সংক্রমণ হয়েছে। গত বছরে এ টুর্নামেন্ট ভারতে শুরু হলেও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে সম্পন্ন হয়। উল্লেখ্য, ২০২০ সালেও করোনার কারণে সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের ১৩তম আসর অনুষ্ঠিত হয়েছিল।
এবার ম্যাচগুলো যেন বিদেশের মাটিতে না হয়, তা নিশ্চিত করতে চাইছে মহারাষ্ট্র। রাজ্যের পর্যটনমন্ত্রী আদিত্য ঠাকরে বুধবার এক টুইট বার্তায় এ টুর্নামেন্টকে স্থানীয় অর্থনীতি ও মনোবল বৃদ্ধির উৎস হিসেবে উল্লেখ করেন।